সিদ্ধার্থ-কিয়ারার জাদুতে মুগ্ধ রাশ্মিকা

রাশ্মিকা মান্দানা
ইনস্টাগ্রাম

সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদবানির সম্পর্ক নিয়ে নানান কথা শোনা যায়। ভক্তরা এই জুটিকে পছন্দ করেন। পর্দাতেও সিদ্ধার্থ আর কিয়ারার রসায়ন জমে ক্ষীর। ‘শেরশাহ’ ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রা আর ডিম্পল চিমার প্রেমকে জীবন্ত করেছেন তাঁরা। স্ক্রিনে তাঁদের রসায়নে মুগ্ধ দক্ষিণি নায়িকা রাশ্মিকা মান্দানা। সম্প্রতি তিনি এক ইনস্টাগ্রাম স্টোরিতে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এই জুটিকে।
‘মিশন মজনু’ ছবির মাধ্যমে কিছুদিন পরেই বলিউডে রাশ্মিকা মান্দানার অভিষেক হতে চলেছে।

সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আদভানি অভিনীত ‘শেরশাহ’

এই ছবিতে তাঁর সহ–অভিনেতা সিদ্ধার্থের ‘শেরশাহ’ ছবিটি সম্প্রতি দেখেছেন রাশ্মিকা। ইনস্টাগ্রামে এই নিয়ে এক স্টোরি পোস্ট করেছেন রাশ্মিকা।

তাঁর এই পোস্টে সিদ্ধার্থ আর কিয়ারার ভূয়সী প্রশংসা করেছেন। আর পাশাপাশি এই দক্ষিণি রূপসী সিদ্ধার্থ আর কিয়ারার জুটিকে ঘিরে নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।

রাশ্মিকা মান্দানা
ইনস্টাগ্রাম

রাশ্মিকা লিখেছেন, ‘গত রাতে “শেরশাহ” দেখেছি। আপনাকে (বিক্রম বাত্রা) এবং আপনার পরিবারকে এই নিঃস্বার্থ আত্মত্যাগের জন্য কুর্নিশ। আর তাঁদেরও কুর্নিশ জানাই, যাঁরা আমাদের নিরাপদে রেখেছেন। সিদ্ধার্থ মালহোত্রা, তুমি প্রকৃতই সুপারস্টার। এই সিনেমা দেখে আমি অভিভূত। পর্দায় তুমি দারুণভাবে এই চরিত্রটিকে জীবন্ত করেছ। তোমার এই সাফল্যে অত্যন্ত খুশি।’ কিয়ারার উদ্দেশে এই দক্ষিণি তারকা লিখেছেন, ‘তুমি প্রকৃতই সুন্দর। ডিম্পলের জন্য অনেক ভালোবাসা। তোমাদের রসায়নের জন্য অফুরান ভালোবাসা এঁকে দিলাম।’

‘শেরশাহ’র পরিচালক বিষ্ণু বর্ধন আর প্রযোজক করণ জোহরকে অভিনন্দন জানাতেও ভোলেননি রাশ্মিকা। তিনি তাঁদের উদ্দেশে লিখেছেন, ‘বিষ্ণু বর্ধন স্যার আপনাকে অসংখ্য অভিনন্দন। আপনি সত্যিই বিস্ময়কর! করণ জোহর স্যার আপনাকেও অভিনন্দন।’

সিদ্ধার্থ মালহোত্রা, তুমি প্রকৃতই সুপারস্টার, লিখেছেন রাশ্মিকা

সিদ্ধার্থ আর কিয়ারা দুজনই রাশ্মিকার এই পোস্টের জবাবে ধন্যবাদ জানিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশ্মিকার সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন সিদ্ধার্থ। এই বলিউড তারকা বলেছিলেন যে ‘মিশন মজনু’ ছবিতে রাশ্মিকার সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতা দারুণ। পাশাপাশি এ–ও জানিয়েছিলেন যে রাশ্মিকার চোখ দুটি বেশ সুন্দর।

রাশ্মিকা মান্দানা

আরেকটি হিন্দি ছবিতে অভিনয় করছেন রাশ্মিকা। অমিতাভ বচ্চন আর নীনা গুপ্তার সঙ্গে তাঁকে ‘গুডবাই’ ছবিতে দেখা যাবে। অমিতাভ বচ্চনের মতো লিজেন্ডের সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত রাশ্মিকা। ‘গুডবাই’ ছবিতে রাশ্মিকার মায়ের চরিত্রে অভিনয় করছেন নীনা গুপ্তা। বলিউডের এই প্রভাবশালী অভিনেত্রী রাশ্মিকা প্রসঙ্গে বলেছেন, ‘ও একটা শিশুর মতো। শুটিংয়ের প্রথম দিন থেকেই আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমার মনে হয়েছিল, ও আমার সত্যিকারের মেয়ে। ওকে আমি দারুণ ভালোবাসি।’