সিনেমা হলের বড় পর্দা খুব মিস করছি

সালমান খানসংগৃহীত

ঈদ মানেই সালমান খানের ছবি। প্রতিবছর সালমানের অগুনতি অনুরাগী তাঁর ছবির অপেক্ষায় থাকেন। গত বছর করোনার কারণে সালমানের কোনো ছবি মুক্তি পায়নি। এবার মুক্তি পেতে চলেছে সালমানের বহু অপেক্ষিত ছবি রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই। ১৩ মে ডিজিটাল অঙ্গনে মুক্তি পেতে চলেছে রাধে ছবিটি।

সালমান খান ছবি: টুইটার

তবে সালমান দারুণভাবে মিস করছেন বড় পর্দাকে। এক ভার্চ্যুয়াল সাক্ষাৎকারে এই বলিউড সুপারস্টার তাঁর রাধে ছবির মুক্তি প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমি যতটা বড় পর্দাকে মিস করছি, রাধেও অতটাই বড় পর্দাকে মিস করছে। আসলে রাধে পুরোপুরি বড় পর্দার ছবি। এ ছবির গান, অ্যাকশন, গল্প—সবকিছুই বড় পর্দার জন্য। এবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে ঈদের সময় রাধে মুক্তি পাবে। আর থিয়েটারেই আনতে চেয়েছিলাম এ ছবিকে। কিন্তু আবার লকডাউন ঘোষণা করা হলো। তাই সম্ভব হলো না।’

আমি চাই না যে আমার ছবি দেখতে গিয়ে কেউ করোনায় আক্রান্ত হন। করোনার কারণে পুরো দেশের ভয়াবহ পরিস্থিতি। তাই আমি চাই সবাই যেন এক সুরক্ষিত পরিবেশে পরিবারের সঙ্গে রাধে উপভোগ করতে পারেন। তাই ওটিটিতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।
সালমান খান
‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ছবির পোস্টার
সংগৃহীত

সালমান আরও বলেছেন, ‘আমি চাই না যে আমার ছবি দেখতে গিয়ে কেউ করোনায় আক্রান্ত হন। করোনার কারণে পুরো দেশের ভয়াবহ পরিস্থিতি। তাই আমি চাই সবাই যেন এক সুরক্ষিত পরিবেশে পরিবারের সঙ্গে রাধে উপভোগ করতে পারেন। তাই ওটিটিতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। তবে রাধে বড় পর্দার ছবি। তাই পরিস্থিতি স্বাভাবিক হলে বড় পর্দাতেও মুক্তি পাবে আমার এই ছবি।’

প্রতিবছর সালমানের অগুনতি অনুরাগী তাঁর ছবির অপেক্ষায় থাকেন। গত বছর করোনার কারণে সালমানের কোনো ছবি মুক্তি পায়নি।
সংগৃহীত

লাভ-ক্ষতির প্রসঙ্গে এই বলিউড তারকা বলেছেন, ‘আমরা ছবি থেকে ১৫০, ২৫০ বা ৩০০ কোটি ব্যবসা করি। কিন্তু এবার এসব কিছু সম্ভব নয়। ক্ষতির মুখ দেখব জেনেও আমরা আমাদের কথা রেখেছি। আর এটাই সঠিক সময়। ক্ষতির মধ্যেও আমরা আমাদের দর্শকের মনোরঞ্জন করতে পারব। ন্যূনতম টাকার বিনিময়ে তাঁদের আনন্দ দিতে পারব, এটাই বড় কথা।’

খুবই কঠিন সময়ের মধ্যে আমরা আছি। প্রত্যেকে নিজের ঘরে বন্দী। আমি নিচে থাকি। আমার মা–বাবা ওপরে থাকেন। তাই পরিবারের সবাই মিলে ছোট করে ঈদ উদ্যাপন করব। আমি আশা করব, ফ্যানরা আমার বাড়ির সামনে ভিড় করবেন না।
সালমান খান
সালমান খান
ইনস্টাগ্রাম

গতবারের মতো এবারের ঈদও সাদামাটাভাবে পালন করবেন সালমান। এবারের ঈদের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘খুবই কঠিন সময়ের মধ্যে আমরা আছি। প্রত্যেকে নিজের ঘরে বন্দী। আমি নিচে থাকি। আমার মা–বাবা ওপরে থাকেন। তাই পরিবারের সবাই মিলে ছোট করে ঈদ উদ্যাপন করব। আমি আশা করব, ফ্যানরা আমার বাড়ির সামনে ভিড় করবেন না। আমি চাই না কেউ যেন নিজের জীবনের ঝুঁকি নেন।’
প্রভু দেবা পরিচালিত রাধে ছবিতে সালমান ছাড়া দিশা পাটানি, জ্যাকি শ্রফ, রণদীপ হুদা আছেন।