সুশান্তের জন্মদিন উদ্‌যাপিত‌ হবে আজ

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুকে ঘিরে হাজার একটা প্রশ্ন জট পাকিয়েছিল।কোলাজ

করোনার লকডাউনের দিনগুলোতে তারকারা ব্যস্ত ছিলেন নানা কাজে। কেউ রান্নায় মন দিয়েছিলেন, কেউ বই পড়ায়। ব্যতিক্রম বলিউড তারকা সুশান্ত সিং রাজপুত। তিনি আকাশের তারা গুনতেন। নিজের দামি টেলিস্কোপ দিয়ে দুচোখ ভরে রাতের আকাশের তারা দেখা ছিল তাঁর শখ। মহাকাশের প্রতি অমোঘ টান ছিল। শোনা যায়, সুদূর নাসা পর্যন্ত ছুটে গিয়েছিলেন সুশান্ত। ২০২৪ সালে নাসার স্পেস মিশনে ট্রেনিংয়ের জন্য আবেদনও জমা দিয়েছিলেন তিনি। আজ সেই তরুণটি হয়ে গেছেন যেন দূর আকাশের তারা।

সুশান্ত সিং রাজপুত
ইনস্টাগ্রাম

বেঁচে থাকলে আজ এই বলিউড তারকার বয়স হতো ৩৫। তাঁকে ঘিরে বন্ধুরা হয়তো নানা আয়োজন করতেন। কিন্তু সুশান্ত নেই, তাঁর না থাকার কঠিন সত্য মেনে নিয়ে ভক্ত, স্বজনেরা দিনটি উদযাপন করবেন।

গত বছরের বিনোদন দুনিয়ার সবচেয়ে আলোচিত নাম, সুশান্ত সিং রাজপুত। হাসিখুশি, প্রাণবন্ত এবং শান্ত স্বভাবের তরুণ। ছিলেন মেধাবী ছাত্র, প্রকৌশলবিদ্যায় পড়াশোনা ছেড়ে অভিনয়জগতে এসেছিলেন। একা থাকতেন, বাসাটা নিজের মতো করে সাজিয়েছিলেন।
সিনেমার বাইরেও সুশান্তের এক স্বপ্নের দুনিয়া ছিল। নানা রকম দাতব্য কাজে নিজেকে ব্যস্ত রাখতেন সুশান্ত। সাতটি পরিবারের দায়ভার নিয়েছিলেন। কেরালা, নাগাল্যান্ডের ত্রাণ তহবিলে নিজের পকেট থেকে কোটি টাকা দিয়েছেন।

নিজের ৩০ তম জন্মদিনে সুশান্ত তাঁর ডায়েরিতে লিখেছিলেন, ‘জীবনের প্রথম ৩০ বছর পার করে ফেললাম। এই ৩০ বছর আমি খরচ করেছি পরীক্ষায় ভালো নম্বর আনতে, ভালো টেনিস খেলোয়াড় হতে, ভালো অভিনয় করতে, ভালো নাচতে। অথচ ৩০টি বসন্ত পেরিয়ে এসে আমার মনে হচ্ছে, জীবনের মানে কেবল এটাতে–সেটাতে ভালো করতে শেখা না। বরং আমি সব সময়ই কিসে ভালো, সেই অনুসন্ধানের নামই জীবন।’
সুশান্ত সিং রাজপুত। ছবি: ইনস্টাগ্রাম

তিনি বলেছিলেন, ‘আসলে আমার ভেতরে যা কিছু ভালো, সব পেয়েছি আমার বাবা, মা আর চার বোনের কাছ থেকে। আমি বাড়িতে সবার ছোট আর একমাত্র ছেলে। তাই আমি সবারই আদরের।’

সাতটি মাস পেরিয়েছে, সেই আদরের মানুষটি নেই। ২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজের বাসায় সুশান্তকে মৃত অবস্থায় পাওয়া যায়। কিন্তু আজও তিনি অসংখ্য অনুরাগীর হৃদয়ে অমর হয়ে আছেন। গতকাল দেখা গেছে সুশান্তের অনুরাগীরা তাঁর জন্মদিন পালনের প্রস্তুতি নিচ্ছেন। সুশান্তের হাজার হাজার অনুরাগী তাঁদের প্রিয় তারকার ছবি শেয়ার করে জন্মদিনটি স্মরণ করছেন। প্রেমিকা রিয়া চক্রবর্তীও জন্মদিন উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন।

আমার যা করতে ইচ্ছে হয়, আমি তাই করি। ঠিক বা ভুল যে সিদ্ধান্তই নিই, তার দায়ভার আমারই। সারা দিনে দুবার ভুল কাজ করার জন্য আমি নিজেকে ছাড় দিই। ভুল করতে ভয় পাই না।
সুশান্ত সিং রাজপুত
সুশান্ত সিং রাজপুত
ইনস্টাগ্রাম

কীভাবে সুশান্তের জন্মদিন উদযাপন করা যায়, সে বিষয়ে পরামর্শ চেয়ে সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি টুইটে লিখেছেন, ‘সুশান্তের মৃত্যু নিয়ে শোক তো আর কম হলো না। আসুন, আমরা এবার তাঁর জীবনকে উদযাপন করি। ২১ জানুয়ারি আমরা সবাই সুশান্তের গানে নাচি। আর সেই ভিডিও পোস্ট করি সামাজিক যোগাযোগমাধ্যমে। হ্যাশট্যাগে থাকবে “সুশান্ত বার্থডে সেলিব্রেশন”।’

নিজের ৩০ তম জন্মদিনে সুশান্ত তাঁর ডায়েরিতে লিখেছিলেন, ‘জীবনের প্রথম ৩০ বছর পার করে ফেললাম। এই ৩০ বছর আমি খরচ করেছি পরীক্ষায় ভালো নম্বর আনতে, ভালো টেনিস খেলোয়াড় হতে, ভালো অভিনয় করতে, ভালো নাচতে। অথচ ৩০টি বসন্ত পেরিয়ে এসে আমার মনে হচ্ছে, জীবনের মানে কেবল এটাতে–সেটাতে ভালো করতে শেখা না। বরং আমি সব সময়ই কিসে ভালো, সেই অনুসন্ধানের নামই জীবন।’
অভিমানে ফোটেনি সুশান্ত নামের ফুল। কিসের অনুসন্ধানে, কোন অভিমানে অজানা গন্তব্যে পাড়ি দিয়েছেন সুশান্ত? এই প্রশ্নের জবাব একমাত্র তিনিই দিতে পারবেন।

সুশান্ত সিং রাজপুত
ইনস্টাগ্রাম

এক সাক্ষাৎকারে নিজেই বলেছিলেন, ‘আমার যা করতে ইচ্ছে হয়, আমি তাই করি। ঠিক বা ভুল যে সিদ্ধান্তই নিই, তার দায়ভার আমারই। সারা দিনে দুবার ভুল কাজ করার জন্য আমি নিজেকে ছাড় দিই। ভুল করতে ভয় পাই না।’