সুশান্তের ডায়েরির একটি পাতা ...

সুশান্ত সিং রাজপুত
ইনস্টাগ্রাম

২০২০ সালে বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনা হলো সুশান্ত সিং রাজপুতের অপমৃত্যু। মৃত্যুর পর ২১ জানুয়ারি হতে চলেছে সুশান্তের প্রথম জন্মদিন। সেদিনটি কীভাবে উদযাপন করা যেতে পারে, সেই সম্পর্কে টুইট করেছেন সুশান্তের বোন শ্বেতা সিং কীর্তি। বেঁচে থাকলে সেদিন ‘কাই পো চে’, ‘পিকে’, ‘ধোনি’, ‘কেদারনাথ’, ‘সঞ্চিরিয়া’খ্যাত এই বলিউড তারকার বয়স হতো ৩৫।

২০২০ সালজুড়ে আগ্রহ ছিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়েও
ইনস্টাগ্রাম

শ্বেতা লেখেন, ‘আমরা কীভাবে সুশান্তের জন্মদিন উদযাপন করতে পারি? আপনাদের মাথায় কোন আইডিয়া থাকলে জানাবেন।’ তারপর নিজেই লিখেছেন, ‘সুশান্তের মৃত্যু নিয়ে শোক তো আর কম হলো না। আসুন, আমরা এবার তাঁর জীবনকে উদযাপন করি। চলুন, ২১ জানুয়ারি আমরা সবাই সুশান্তের গানে নাচি। আর সেই ভিডিও পোস্ট করি সামাজিক যোগাযোগমাধ্যমে। হ্যাশট্যাগে থাকবে “সুশান্ত বার্থডে সেলিব্রেশন”। এভাবেই আমরা আনন্দ করব, আনন্দ ছড়িয়ে দেব।’ জন্মদিন উদযাপনের আরও উপায় বলেছেন সুশান্তের এই বোন। লিখেছেন ‘আচ্ছা, সুশান্তের জন্মদিনে তিনজন ব্যক্তিকে নিঃস্বার্থভাবে সাহায্য করলে কেমন হয়? এভাবে আমরা এর আত্মার শান্তি কামনা করতে পারি।’

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসরত এই বোন সুশান্তের ৩০তম জন্মদিনে লেখা ডায়েরির একটি পাতাও শেয়ার করেন। সেখানে লেখা, ‘জীবনের প্রথম ৩০ বছর পার করে ফেললাম। এই ৩০ বছর আমি খরচ করেছি পরীক্ষায় ভালো নম্বর আনতে, ভালো টেনিস খেলোয়াড় হতে, ভালো অভিনয় করতে, ভালো নাচতে। অথচ, ৩০টা বসন্ত পেরিয়ে এসে আমার মনে হচ্ছে, জীবনের মানে কেবল এটাতে সেটাতে ভালো করতে শেখা না। বরং আমি সব সময়ই কিসে ভালো, সেই অনুসন্ধানের নামই জীবন।’  
১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাসায় সুশান্তের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। মৃত্যুর সাত মাস পরেও আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছেন না সুশান্তের অসংখ্য ভক্ত।

সুশান্ত সিং রাজপুত
ইনস্টগ্রাম