সোনুর জন্য ১৪৫০ কিলোমিটার

সোনু সুদ

শুধু একটিবার চোখের দেখা দেখতে দূর–দূরান্ত থেকে আগেও সোনু সুদের কাছে ছুটে এসেছেন মানুষ। কেউ এসেছেন পায়ে হেঁটে, কেউবা করোনার মধ্যে নানান বাধা অতিক্রম করে এসেছেন বাসে বা ট্রেনে করে। তবে তাঁরা প্রত্যেকেই ছিলেন তরুণ। এবার সোনুকে দেখতে দীর্ঘ পথ পাড়ি দিলেন এক বৃদ্ধ।
বৃদ্ধের নাম জাগগম রাজু। বয়স ৭০ ছুঁই ছুঁই। অন্ধ্র প্রদেশের জগগামপেটা গ্রামের বাসিন্দা তিনি। করোনাকালে সাধারণ মানুষের পাশে সোনু সুদ যেভাবে দাঁড়িয়েছেন, তাতে মুগ্ধ হয়েছেন জাগগম রাজু। এই বলিউড তারকার ভক্ত হয়ে গেছেন তিনি।

সাধারণত অনুরাগীদের নিরাশ করেন না সোনু

তারপর থেকে জাগগম রাজুর একটাই ইচ্ছা, বাস্তবের এই সুপারহিরোকে সামনাসামনি একবার দেখা। তাই সাতপাঁচ না ভেবে নিজের ছোট্ট বাহন নিয়ে বেরিয়ে পড়েছিলেন অন্ধ্র প্রদেশের জগগামপেটা গ্রাম থেকে। স্কুটিতে ১৪৫০ কিলোমিটার পাড়ি দিয়ে মুম্বাইয়ে পৌঁছান এই বৃদ্ধ। সাধারণত অনুরাগীদের নিরাশ করেন না সোনু।

করোনাকালে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ
সোনু অভিনীত শেষ বলিউড ছবি হলো ‘সিম্বা’। রণবীর সিং অভিনীত এই ছবিতে তিনি খলনায়ক। সোনুকে শিগগিরই তেলেগু ছবি ‘আচারিয়া’ আর হিন্দি ছবি ‘পৃথ্বীরাজ’–এ দেখা যাবে।
সোনু সুদ

রাজুর আবদারও মিটিয়েছেন এই বলিউড তারকা। সোনুকে সামনে পেয়ে বেজায় খুশি জাগগম। জানা গেছে, এই বলিউড তারকা রাজুর স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করিয়েছেন। পাশাপাশি স্কুটির পরিবর্তে ট্রেনে করে তাঁর বাড়িতে ফেরার বন্দোবস্ত করে দেন সোনু।

সোনু সুদ
সম্প্রতি সোনু বলিউড নায়িকা নিধি আগরওয়ালের সঙ্গে এক মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। গানটি ৯০ দশকের গায়ক আলতাফ রাজার জনপ্রিয় গান ‘তুম তো ঠ্যাহেরে পরদেশি’র রিমেক। সোনু অভিনীত শেষ বলিউড ছবি হলো ‘সিম্বা’।
সোনুকে শিগগিরই তেলেগু ছবি ‘আচারিয়া’ আর হিন্দি ছবি ‘পৃথ্বীরাজ’–এ দেখা যাবে

সম্প্রতি সোনু বলিউড নায়িকা নিধি আগরওয়ালের সঙ্গে এক মিউজিক ভিডিও প্রকাশ করেছেন। গানটি ৯০ দশকের গায়ক আলতাফ রাজার জনপ্রিয় গান ‘তুম তো ঠ্যাহেরে পরদেশি’র রিমেক। সোনু অভিনীত শেষ বলিউড ছবি হলো ‘সিম্বা’। রণবীর সিং অভিনীত এই ছবিতে তিনি খলনায়ক। সোনুকে শিগগিরই তেলেগু ছবি ‘আচারিয়া’ আর হিন্দি ছবি ‘পৃথ্বীরাজ’–এ দেখা যাবে।

সম্প্রতি সোনু বলিউড নায়িকা নিধি আগরওয়ালের সঙ্গে এক মিউজিক ভিডিও প্রকাশ করেছেন