স্ত্রীর জন্য নাচের ছবি চান শহীদ

শহীদ কাপুর ও মীরা রাজপুত
ইনস্টাগ্রাম

‘উড়তা পাঞ্জাব’, ‘রাঙ্গুন’, ‘পদ্মাবত’, ‘কবির সিং’—শহীদ কাপুর অভিনীত সিনেমাগুলোর দিকে তাকালে বোঝা যায়, নাচে-গানে ভরপুর মাসালা ছবি থেকে অনেকটা দূরে এই বলিউড তারকা। শহীদের স্ত্রী মিরা রাজপুতের ইচ্ছা, শহীদ নাচে–গানে ভরপুর একটা ধুন্ধুমার মাসালা ছবিতে অভিনয় করবেন। যে ছবির গানের সঙ্গে ইচ্ছেমতো নাচতে পারেন মিরা। বউয়ের আবদার পূরণ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে মাসালা ছবির খোঁজ লাগিয়েছেন শহীদ।

নিজেদের দাম্পত্যজীবন যে আনন্দ আর খুশিতে ভরপুর, তা শহীদ ও মিরাকে দেখলেই বোঝা যায়। তাঁদের ঘর আলো করে এসেছে দুই সন্তান মিশা ও জৈন। তাঁদের ভালোবাসা আর খুনসুটি মাঝেমধ্যেই ভেসে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে। সম্প্রতি ইনস্টাগ্রামে মিরা জানালেন তাঁর মনের কথা। মিরার কথাগুলোই ইনস্টাগ্রামে শহীদ লিখেছেন এভাবে, ‘আমার স্ত্রী রেগে আগুন। আমি কেন এমন ছবি করি না, যেখানে আনন্দে নাচা যায়। সবাইকে বলছি, দয়া করে আমাকে এমন একটা ছবিতে অভিনয়ের সুযোগ দাও।’

শহীদ কাপুর ও মীরা রাজপুত পরিবার।
ইনস্টাগ্রাম

মিরা আবার এই পোস্টের নিচে ‘অবিশ্বাস্য’ লিখে মন্তব্য করেছেন। তারকাকে বিয়ে করলেও নিজেদের কখনোই ফিল্মি পরিবার মনে করেন না মিরা। নিজের পরিবারটা তাঁর কাছে অন্য আর দশটা পরিবারের মতোই। ভারতীয় পত্রিকা ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে মিরা বলেছিলেন, ‘আমি মনে করি, আমাদের পরিবার অন্য সব পরিবারের মতোই সাধারণ। আমি কখনোই আমার পরিবারকে ফিল্মি পরিবার মনে করি না। শুধু এটুকুই যে আমার স্বামীর পেশা অভিনয়। তিনি চলচ্চিত্রে কাজ করেন। এটা এমন নয় যে এটা আমাদের গোটা জীবনের ওপর প্রভাব ফেলে।’
শহীদ কাপুর মাত্র শেষ করেছেন ‘জার্সি’ ছবির কাজ। এই ছবির গল্প ক্রিকেটকেন্দ্রিক। তেলেগু মূল ছবিতে অভিনয় করেছেন ন্যানি। এখন নতুন কাজের অপেক্ষায় শহীদ। ডিএনএ

শহীদ কাপুর ও মীরা রাজপুত।
ইনস্টাগ্রাম