হাসপাতালে রেমো ডি’সুজা

রেমো ডি’সুজা। ছবি : ইনস্টাগ্রাম

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার এবং চলচ্চিত্র পরিচালক রেমো ডি’সুজা। আজ শুক্রবার দুপুরে হঠাৎ বুকে ব্যথা অনুভব করছিলেন তিনি। গুরুতর অবস্থায় তাঁকে আন্ধেরির কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে রেমোর পাশে আছেন তাঁর স্ত্রী লিজেল। তাঁদের দুই ছেলে ধ্রুব ও গ্যাব্রিয়েল। রেমোর সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়ে তাঁর স্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, ‘রেমোর হৃদ্‌যন্ত্রে একটা ব্লকেজ রয়েছে। এনজিওগ্রাফি করা হয়েছে। এ মুহূর্তে তিনি আইসিইউতে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণ করবেন।’

রেমো ডি’সুজা। ছবি : ইনস্টাগ্রাম

কোরিওগ্রাফার হিসেবে বলিউডে শক্ত অবস্থান তৈরি করেছেন রেমো। একাধিক ছবিতে দুরন্ত কোরিওগ্রাফি করে তিনি দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছেন। সালমান খানের ‘রেস থ্রি’ ছবির পরিচালক ছিলেন তিনি। রেমো পরিচালিত ছবিগুলোর মধ্যে রয়েছে ‘স্ট্রিট ডান্সিং থ্রিডি’, ‘এবিসিডি’, ‘এবিসিডি টু’ ও ‘আ ফ্লাইং জাট’। তাঁর পরিচালনায় ‘এবিসিডি’ সিরিজটি দারুণ জনপ্রিয় হয়েছিল। তাঁর সিনেমাগুলো জুড়ে থাকে সমসাময়িক ধারার নান্দনিক সব নাচ।

রেমো স্টার প্লাস চ্যানেলের জনপ্রিয় রিয়েলেটি শো ‘ডান্স প্লাস’-এ বিচারক ছিলেন। এ ছাড়া ‘ডান্স ইন্ডিয়া ডান্স’, ‘ঝলক দিখলা যা’র মতো নাচের রিয়েলিটি শোতেও বিচারক হিসেবে দেখা গেছে তাঁকে। রেমো ফিটনেস অনুরক্ত ব্যক্তিত্ব। নিয়ম করে শরীরচর্চা করেন তিনি আর অন্যদের অনুপ্রাণিত করতে শরীরচর্চার ভিডিও পোস্ট করেন ইনস্টাগ্রামে।

রেমোর অসুস্থতার খবর শুনে বলিউডের অনেকেই গিয়ে হাজির হয়েছেন কোকিলাবেন হাসপাতালে। রেমোর বয়স ৪৬ বছর। সবাই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। রেমো জানিয়েছিলেন, খ্যাতিমান কোরিওগ্রাফার সরোজ খানের জীবনী নিয়ে সিনেমা বানাতে চান তিনি।