হৃতিকের লাইফ কোচের হাতে আরিয়ান

আরিয়ান খান
ইনস্টাগ্রাম

মাদকসংশ্লিষ্টতার দায়ে গ্রেপ্তার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে জামিন দিয়েছেন বোম্বে হাইকোর্ট। তবে এখনো প্রতি সপ্তাহে মাদক নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) অফিসে হাজিরা দিতে হচ্ছে তাঁকে। এমনকি এনসিবির অফিসে পাসপোর্ট জমা দিতে হয়েছে তাঁকে। পরবর্তী শুনানির আগপর্যন্ত মুম্বাই ছেড়ে কোথাও যেতে পারবেন না তিনি। শোনা গেল, কাউন্সেলিংয়ের জন্য সম্প্রতি একজন লাইফ কোচের হাতে তুলে দেওয়া হয়েছে তাঁকে। কীভাবে জীবনের বিপজ্জনক পথ এড়িয়ে চলবেন, সে ব্যাপারে আরিয়ানকে পরামর্শ দেবেন লাইফ কোচ আরফিন খান। মুম্বাইয়ে তাঁর বিশেষ পরিচিতি আছে। বলিউড তারকা হৃতিক রোশন ও সুজান খানের বিচ্ছেদের মামলা চলাকালে তিনিই হৃতিককে কাউন্সেলিং করেছিলেন।

হৃতিক রোশন
ছবি: ফেসবুক

আরিয়ান যখন কারাগারে, নিম্ন আদালতে বারবার জামিনের আবেদন করেও জামিন পাচ্ছিলেন না, তখন আরিয়ানের জন্য সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন হৃতিক। সেখানে লিখেছিলেন, প্রিয় আরিয়ান, জীবন এক অদ্ভুত যাত্রা। যেখানে চড়াই-উতরাই থাকবে। অনিশ্চয়তায় ভরা বলেই জীবন চমৎকার। কিন্তু ঈশ্বর আসলে দয়ালু। যাঁদের মনের জোর বেশি, তিনি কেবল তাঁদেরই কঠিন পরীক্ষায় ফেলেন। তোমার ভেতরের নানা রকম অনুভূতি জ্বলেপুড়ে ছাই হয়ে যাবে। আর সেখান থেকেই বেরিয়ে আসবে তোমার নায়কসত্তা। ভুল, ঠিক, সাফল্য, ব্যর্থতা সবই সমান। কিন্তু এগুলোর মধ্যে কোনটি তুমি রাখবে, কোনটি ফেলে দেবে, সেই সিদ্ধান্ত তোমার।’

আরিয়ান খান
ছবি: সংগৃহীত

গত ৩ অক্টোবর এক প্রমোদতরি থেকে মাদকসংশ্লিষ্টতার অভিযোগে আরিয়ানকে গ্রেপ্তার করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো। তাঁর সঙ্গে গ্রেপ্তার হয়েছিলেন আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচা। এ যাত্রায় ২৬ দিন কারাগারে থাকতে হয় আরিয়ানকে। ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান। ১ লাখ টাকার বন্ড সই করে আরিয়ান খানের জামিনদার হয়েছিলেন শাহরুখের বন্ধু ও আইপিএল দলের সহযোগী অভিনেত্রী জুহি চাওলা। নিম্ন আদালতে বারবার জামিন খারিজ হয়ে যাওয়ার পর উচ্চ আদালতের দ্বারে গিয়েছিলেন শাহরুখ।