হৃদয়ের ক্ষত সারাতে কৃতির কবিতা

কৃতি শ্যাননইনস্টাগ্রাম

লকডাউন বলিউড তারকাদের সুপ্ত প্রতিভা বিকশিত করার সুযোগ করে দিয়েছে। এরই ধারাবাহিকতায় কৃতি শ্যাননের কবিপ্রতিভা উঠে এসেছে ইনস্টাগ্রামে। সেখানে ৩ কোটি ৬৯ লাখ ভক্তকে কৃতি জানিয়েছেন, অভিনয়ের পাশাপাশি কাবিতা লিখতেও তিনি সিদ্ধহস্ত।

একটি ছবিতে কৃতি লিখেছেন, ‘তোমার হৃদয়ের দুয়ার খুলে দাও, হৃদয়কে তোমার সিংহাসনে বসাও। হৃদয়ই তোমার ভয়কে করবে জয়। জীবনকে করবে দীপ্তিময়। তখন তোমার মনে বাজবে স্যাক্সোফোন, আনন্দে গেয়ে উঠবে প্রিয় কোনো গান। হৃদয়ের কোনো ভুল ঠিক নেই। কেবল আছে ভালোবাসা আর ক্ষমা। বাকি সমস্তই হারিয়ে ফেলে খেই।’

কৃতি শ্যানন
ইনস্টাগ্রাম

নিজের একটি সাদাকালো ছবি পোস্ট করে কবিতা লিখেছেন এভাবে, ‘আমি সাদা আর কালোর মাঝে স্থির হতে চাই। তুমি যখন আনমনে কোনো প্রিয় গান গুনগুনিয়ে ওঠো, তোমার চোখের সামনে যা কিছু ভেসে ওঠে, আমি সেই সব দৃশ্যকল্প হতে চাই।’

আরেকটি কবিতায় কৃতি জানিয়েছেন আহত হৃদয় সারিয়ে তোলার মন্ত্র। একটি ছবি পোস্ট করে তাঁর ক্যাপশনে কৃতি লিখেছেন, ‘আমার হৃদয়ের ক্ষত সারিয়ে তুলতে, আমার আত্মাকে শান্ত করতে, যেভাবে বাতাস আমার সবটাই জড়িয়ে ধরে, তুমিও একইভাবে আমাকে জড়িয়ে ধর। যখন বাতাস আমার চুলগুলোকে নাড়িয়ে দিয়ে যায়, কানে কানে ফিসফাস করে বলে অনেক কথা। তখন আমি শিহরিত হই। আর আমার হৃদয়ের ক্ষত শুকিয়ে সেখানে আসে বসন্ত।’

কৃতি শ্যানন
ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রামে কবিতা দিয়ে ভক্তদের নজর কাড়লেও অভিনয়ে ছাড় দিচ্ছেন না এতটুকু। কৃতির হাতে আছে একের পর এক ছবি। চলছে মিমি সিনেমার শুটিং। সেখানে কৃতি পর্দা ভাগ করবেন গুণী অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে। বচ্চন পান্ডে ছবিতেও অক্ষয়ের বিপরীতে কৃতিত্বের সঙ্গে নাম লিখিয়েছেন কৃতি। দীনেশ ভিজান পরিচালিত নাম ঠিক না হওয়া আরেকটি ছবিতেও দেখা যাবে তাঁকে।

কৃতি শ্যানন
ইনস্টাগ্রাম