‘হেয়ার ট্রান্সপ্ল্যান্ট’ করিয়েছিলেন সালমান

নিজেকে সুন্দর থেকে সুন্দরতর করে তুলতে কত কী–ই না করেন তারকারা। যৌবন ধরে রাখতে কেউ সার্জারি করান। কেউবা করান ট্রিটমেন্ট। ছেলেরাও এ ব্যাপারে কম যান না। আজ তুলে ধরা হলো তেমন কয়েকজন তারকার কথা।

কারিশমা কাপুর

কারিশমা কাপুর
দীর্ঘ সময় রুপালি পর্দা থেকে গায়েব ছিলেন। মাঝে দুবার ফেরার উদ্যোগ নিয়েছিলেন এই তারকাকন্যা। পর্দায় নিজেকে তরুণী দেখাতে বেশ কয়েকবার কসমেটিক সার্জারি করিয়েছেন কারিশমা। এই সার্জারির মাধ্যমে তিনি নিজের বয়স কমাতে চেয়েছিলেন।

সালমান খান

সালমান খান
২০০৩ সালে তাঁর মাথার চুল ক্রমে পাতলা হতে থাকে। এমনকি মাথায় টাক পড়তে শুরু করে। এই সময়ে ভারতে ‘হেয়ার ট্রান্সপ্ল্যান্ট’ সার্জারি করিয়েছিলেন সালমান। ২০০৭ সালে দুবাইতে গিয়ে আবার তিনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করিয়েছিলেন। এরপর এই সমস্যা থেকে রেহাই পেয়েছেন ভাইজান। এখন তাঁর মাথাভর্তি চুল।

সাইফ আলী খান
ছবি: ইনস্টাগ্রাম

সাইফ আলী খান
সাইফ আলী খানের মুখে অসময়ে বয়সের ছাপ পড়তে শুরু করেছিল। আর তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় ছিলেন নবাবপুত্র। বয়সের বলিরেখা আড়াল করতে এই বলিউড তারকা বেশ কয়েকবার ‘বটক্স’ সার্জারি করিয়েছিলেন।

শহীদ কাপুর

শহীদ কাপুর

নিজের নাকের শেপটা মোটেও পছন্দ ছিল না। তাই নাকের শেপই একদিন বদলে ফেললেন শহীদ কাপুর। আর তার জন্য প্লাস্টিক সার্জারির সাহায্য নিয়েছিলেন এই তারকাপুত্র। ‘রিনোপ্লাস্টি’র মাধ্যমে নিজের নাককে তীক্ষ্ণ করিয়েছিলেন শহীদ।