১২ ঘণ্টায় এক নম্বরে প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়ার আত্মজীবনী ‘আনফিনিশড’-এর প্রচ্ছদ
ইনস্টাগ্রাম

সফলতা প্রিয়াঙ্কার ছায়াসঙ্গী। ফ্যাশন দুনিয়া বা বলিউড থেকে হলিউড—সব ক্ষেত্রেই সমানভাবে সফল তিনি। বিশ্বসুন্দরীর খেতাব তাঁর সাফল্যের মুকুটকে আরও উজ্জ্বল করেছে। এবার বই লিখে মার্কিন মুলুকে শীর্ষে উঠে এলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাও আবার মাত্র ১২ ঘণ্টায়।

প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে আন্তর্জাতিক গণমাধ্যমের চর্চায় উঠে এসেছেন তাঁর আত্মজীবনী ‘আনফিনিশড’ নিয়ে। সম্প্রতি আত্মজীবনীমূলক বইটির প্রচ্ছদ প্রকাশ করেছেন বলিউডের এই ‘দেশি গার্ল’। অগ্রিম বিক্রির দিক থেকে প্রিয়াঙ্কার এই বই গত ১২ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে বেস্টসেলার বইয়ের তালিকার শীর্ষে উঠে এসেছে।

৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডের লালগালিচায় বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া
রয়টার্স

সাবেক এই বিশ্বসুন্দরী নিজে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানিয়েছেন। এত অল্প সময়ে বই বেস্টসেলার হওয়ায় প্রিয়াঙ্কা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, ‘সবাইকে আন্তরিক ধন্যবাদ, যাঁরা আমাকে গত ১২ ঘণ্টার মধ্যে এক নম্বরে পৌঁছে দিয়েছেন। আমার ভালো লাগছে যে বইটি আপনাদের পছন্দ হয়েছে।’

শুক্রবার প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি বইটা লেখা শুরু করার অনেক আগেই মনে মনে এর নাম ঠিক করে রেখেছিলাম। আনফিনিশড। ২০ বছর ধরে আমি “পাবলিক ফিগার”। এখনো আমার আরও অনেক বাঁচার বাকি। এখনো অনেক কিছু করার বাকি। আমি তাই সত্যিই অসম্পূর্ণ। এই বই লেখার সবচেয়ে দুর্দান্ত ব্যাপার হলো, আমার জীবনে যা কিছু ঘটেছে, সেগুলোর প্রতি আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে।’

‘আনফিনিশড’-এ প্রিয়াঙ্কা তাঁর দীর্ঘ সফরের গল্প বর্ণনা করেছেন। এটি বাজারে আসবে ২০২১ সালের জানুয়ারিতে। এই বইয়ে তিনি তাঁর ক্যারিয়ারের শুরুর দিন থেকে এখন পর্যন্ত সবকিছু তুলে ধরেছেন। ১৭ বছর বয়সে প্রিয়াঙ্কা প্রথম গ্ল্যামারের দুনিয়ায় পা রাখেন। খুব অল্প সময়ে তিনি বলিউডের সাম্রাজ্যে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। বলিউড থেকে হলিউডে পা রেখেও ‘দেশি গার্ল’ রীতিমতো ঝড় তুলেছিলেন। সেখানেও নিজের জায়গা করে নিতে সময় লাগেনি তাঁর।

প্রিয়াঙ্কা চোপড়া
ইনস্টাগ্রাম

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া আমাজন প্রাইমের সঙ্গে দুই বছরের জন্য ‘মাল্টিমিলিয়ন ডলার ফার্স্ট লুক টেলিভিশন’ চুক্তি স্বাক্ষর করেছেন। সেটির প্রথম সিরিজের শুটিংও শুরু করেছেন তিনি। এ ছাড়া কিয়ানু রিভের জনপ্রিয় ‘ম্যাট্রিক্স’ সিরিজের চতুর্থ ছবিতে দেখা দিতে চলেছেন তিনি।