৩০ কেজি ওজনের পোশাক পরে নাচতে হয়েছিল এই নায়িকাকে

১৯৬৭ সালের ১৫ মে মুম্বাইতে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। খুব কম বয়সেই অভিনয় শুরু করেন এবং নানা রকম চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর অভিনয়, নাচ সবই বরাবর মুগ্ধ করে এসেছে দর্শকদের। তাঁর হাসি ও চোখের জাদুতে মুগ্ধ হয়েছেন সিনেমাপ্রেমীরা। বলিউডের তুমুল জনপ্রিয় এই অভিনেত্রীর আজ ৫৫তম জন্মদিন। কে সেই নায়িকা?
১ / ১১
বলিউডের ড্যান্সিং ডিভা হিসেবেও ডাকা হয়ে থাকে। খুব অল্প বয়স থেকেই নাচে পারদর্শী তিনি। মাত্র ৯ বছর বয়সেই কত্থক নাচে স্কলারশিপ পান তিনি
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১১
শুরু থেকেই তিনি ছিলেন তাঁর সময়ের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী অভিনেত্রী। জানা যায়, ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিতে সালমান খানের থেকে বেশি পারিশ্রমিক পেয়েছিলেন
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ১১
বলিউডে প্রায় সাড়ে তিন দশক ধরে অভিনয় করছেন তিনি। সৌন্দর্য এবং অভিনয়দক্ষতার মিশেলে দর্শকদের অন্যতম পছন্দের অভিনেত্রী মাধুরী দীক্ষিত
৪ / ১১
অভিনয় করেছেন ভিন্ন ভিন্ন ধরনের ছবিতে। সিরিয়াস থেকে কমেডি, সব ধরনের ছবিতে সাবলীল অভিনয় করেন মাধুরী
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ১১
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জননী। স্বামীর সেলফিতে...
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ১১
‘দেবদাস’-এর একটি গানের জন্য তাঁকে ৩০ কেজি ওজনের পোশাক পরে নাচতে হয়েছিল
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ১১
১৯৮৪ সালে ‘অবোধ’ ছবি দিয়ে অভিনয়ের জগতে পা রাখেন মাধুরী দীক্ষিত। এই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন বাংলার জনপ্রিয় অভিনেতা তাপস পাল
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ১১
ওয়েব সিরিজেও অভিনয় করেছেন মাধুরী দীক্ষিত। কয়েক দিন আগেই মুক্তি পায় তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ফেম গেম’
ছবি: ইনস্টাগ্রাম
৯ / ১১
১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
১০ / ১১
তিনি তাঁর নিজস্ব ভার্চ্যুয়াল নাচের একাডেমি চালু করেছেন। যেখানে ব্যবহারকারীরা তাঁদের নাচের ভিডিও আপলোড করতে, বিভিন্ন নাচের ধরন শিখতে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন
ছবি: ইনস্টাগ্রাম
১১ / ১১
ক্যারিয়ারে পাঁচবার ফিল্মফেয়ার, চারবার স্ক্রিন অ্যাওয়ার্ড, দুইবার জি সিনে অ্যাওয়ার্ডসহ ৪৮টি পুরস্কার পেয়েছেন তিনি। ২০০৮ সালে ভারত সরকার মাধুরী দীক্ষিতকে সম্মানজনক ‘পদ্মশ্রী’তে ভূষিত করেন
ছবি: ইনস্টাগ্রাম