৩০০ কোটি টাকার প্রাইভেট জেটে চলেন অক্ষয়

স্ত্রী টুইঙ্কেল খান্নার সঙ্গে অক্ষয় কুমার
ইনস্টাগ্রাম

বলিউডে অক্ষয় কুমারের চাহিদা এখন সবচেয়ে বেশি। এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে কৌতুক, রহস্য-রোমাঞ্চ, অ্যাকশন, ঐতিহাসিক, প্রেম সব ধরনের দারুণ দারুণ সব ছবি। নিজের চাহিদা টুক করেই ঝোলায় একটি করে ছবি পুরছেন ‘মিস্টার খিলাড়ি’। এক–একটা ছবির জন্য বিশাল দর হাঁকাচ্ছেন তিনি। বেশির ভাগ ছবিতেই অক্ষয় নিচ্ছেন ৮০ থেকে ১০০ কোটি রুপি। তবুও নির্মাতারা অক্ষয়কে নিতে নাছোড়বান্দা। কারণ, এই বলিউড সুপারস্টার মানেই ছবি চোখ বুজে হিট। উঠে আসবে লগ্নি করা টাকার কয়েক গুণ।

বলিউডের হাতেগোনা অল্প কয়েকজন তারকার প্রাইভেট জেট বিমান আছে। তার ভেতর অক্ষয় কুমার একজন। অক্ষয়ের প্রাইভেট জেটের দাম ৩০০ কোটি টাকা। একমাত্র ভারতীয় (জন্মসূত্রে) হিসেবে তিনি নাম লিখিয়েছেন ফোর্বসের সবচেয়ে পারিশ্রমিক গোনা বিশ্ব তারকাদের তালিকায়। ৫২তম অবস্থানে তিনি। কেবল ২০১৯ সালেই তিনি আয় করেছেন ৪ কোটি ৮৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ৪১০ কোটি টাকার সমান। ২০১৮ সালে তিনি ছিলেন ওই তালিকায়। আরও আগে একই তালিকায় ৩৩তম অবস্থানে ছিলেন তিনি। আয় করেছিলেন ৫৫০ কোটি টাকারও বেশি। ধারণা করা হচ্ছে, লকডাউন সত্ত্বেও ২০২০ সালের তাঁর আয় ছাড়িয়ে যাবে অতীতের যেকোনো সময়কে।

প্রাইভেট জেটে অক্ষয়
ইনস্টাগ্রাম

৫৩ বছর বয়সী অক্ষয়ের একঝাঁক ছবি মুক্তির অপেক্ষায়। সব স্বাভাবিক হতেই তাঁর অভিনীত সব ছবি পরপর মুক্তি পাবে। তার ওপর একের পর এক বিগ বাজেটের ছবি তাঁর হাতে। তাই ঝড়ের গতিতে কাজ সারছেন এই বলিউড সুপারস্টার। লকডাউন শিথিল হতেই লন্ডনে গিয়ে ‘বেল বটম’ ছবির শুটিং শেষ করলেন তিনি। বলা যায়, অক্ষয়ই প্রথম বলিউড তারকা, যিনি করোনার মধ্যে ছবির শুটিং শেষ করেন। আর তাঁকে দেখেই অন্য সবাই সাহস পেয়েছেন।

‘আতরঙ্গী রে’ ছবির দৃশ্যে অক্ষয় ও সারা
ইনস্টাগ্রাম

‘বেল বটম’-এর পরপরই মুম্বাইয়ে এসে অক্ষয় ব্যস্ত হয়ে পড়েন তাঁর পরবর্তী ছবির শুটিংয়ে। যশরাজ ফিল্মসের ‘পৃথ্বীরাজ’ ছবিতে তাঁকে ঐতিহাসিক একটি চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তাঁর বিপরীতে আছেন সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লার। তবে আরও একটা ঐতিহাসিক চরিত্রে অক্ষয়কে দেখার সম্ভাবনা প্রবল। রাজা সুহেলদেবের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

অক্ষয় কুমার
ইনস্টাগ্রাম

রাজা সুহেলদেব ভারতের এক পরাক্রমশালী রাজা ছিলেন। কিন্তু সময়ের সঙ্গে ইতিহাসের পাতায় তাঁর নাম ধূসর হয়ে গেছে। এই রাজার ওপর লেখক অমিশ ত্রিপাঠী একটি বই লিখেছিলেন। আর এই বইয়ের ওপর ভিত্তি করে নির্মাতা অশ্বিন বর্ধে একটি ছবি নির্মাণ করতে যাচ্ছেন। জানা গেছে, অশ্বিনী বর্ধে বইটির সিনেমা–স্বত্ব কিনে নিয়েছেন। এই প্রযোজক আবার অক্ষয় কুমারের ঘনিষ্ঠ বন্ধু। আর তাই এই ছবির জন্য অশ্বিন সবার আগে অক্ষয়কে প্রস্তাব দিয়েছেন। অক্ষয়ও মৌখিকভাবে হ্যাঁ বলেছেন। হলিউডের নামকরা অ্যাকশন পরিচালকদের এই ছবির জন্য আনা হবে। ভারতের বিভিন্ন প্রান্তে ছবিটির শুটিং হবে।

অক্ষয়ের সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা লক্ষ্মী
ইনস্টাগ্রাম

অক্ষয়ের এই মুহূর্তে হাতে আছে ‘সূর্যবংশী’, ‘বেল বটম’, ‘পৃথ্বীরাজ’, ‘আতরঙ্গী রে’, ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’ ও ‘হাউসফুল ফাইভ’।

প্যাডম্যান সিনেমার দৃশ্যে অক্ষয় ও সোনম কাপুর
ইনস্টাগ্রাম