পাকিস্তানে ‘পাঠান’–এর প্রদর্শনী বাতিল

বক্স অফিসে ঝড় তোলা শাহরুখ খানের ‘পাঠান’ বিশ্বজুড়ে মুক্তি পেলেও নিষেধাজ্ঞার জেরে পাকিস্তানে মুক্তি পায়নি। সরকারি নিষেধাজ্ঞা ভেঙে করাচিতে বেআইনিভাবে সিনেমার প্রদর্শনীর খবর গণমাধ্যমে আসার পর সেই প্রদর্শনী বন্ধ করে দিয়েছে পাকিস্তানের সেন্সর বোর্ড। খবর ডেইলি পাকিস্তানের।

স্পাই থ্রিলার সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামসহ আরও অনেকে অভিনয় করেছেন
ছবি: সংগৃহীত

ফায়ারওয়ার্ক ইভেন্টস নামের একটি প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে সিনেমার টিকিট বিক্রি করছিল, বিষয়টি নিয়ে পাকিস্তানের দ্য ডন পত্রিকায় খবর প্রকাশের পর নড়েচড়ে বসে সিন্ধ বোর্ড অব ফিল্মস সেন্সর।
সেন্সর বোর্ডের চেয়ারম্যান খালিদ বিন শাহীন বলেন, সিন্ধ মোশন পিকচার আইন অনুযায়ী সেন্সর বোর্ডের অনুমতি ছাড়া জনপরিসরে কোনো সিনেমার প্রদর্শনী করা যাবে না। সেন্সর বোর্ডের নির্দেশনা মেনে প্রদর্শনী বাতিল করেছে ফায়ারওয়ার্ক ইভেন্টস।

কাশ্মীর নিয়ে উত্তেজনার মধ্যে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ভারতের সিনেমা প্রদর্শনে নিষেধাজ্ঞা দিয়েছিল পাকিস্তান সরকার। সিনেমা হলে ভারতীয় সিনেমা বন্ধের পাশাপাশি ভারতীয় সিনেমার ডিভিডিও বাজেয়াপ্তের খবর এসেছিল গণমাধ্যমে। সিনেমার পাশাপাশি সিরিয়াল ও বিজ্ঞাপন প্রচারও বন্ধ রেখেছে পাকিস্তান। এমন কড়াকড়ির মধ্যে করাচিতে ‘পাঠান’ সিনেমার প্রদর্শনী ঘিরে আলোচনা হয়েছে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে।

আরও পড়ুন

প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ মুক্তি পেয়েছে গত ২৫ জানুয়ারি। স্পাই থ্রিলার সিনেমায় শাহরুখ খানের সঙ্গে দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামসহ আরও অনেকে অভিনয় করেছেন।
নিষেধাজ্ঞার আগে বলিউডের সিনেমা নিয়মিত পাকিস্তানে মুক্তি পেত। সেখানে শাহরুখ খান, সালমান খানসহ বলিউড তারকাদের তুমুল জনপ্রিয়তা রয়েছে।

আরও পড়ুন