‘বেলা বোস’ নিয়ে অঞ্জন দত্তের বিরুদ্ধে মামলা

অঞ্জন দত্ত। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

‘চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ/ এখন আর কেউ আটকাতে পারবে না’—নিজের গাওয়া জনপ্রিয় গানটি নিয়ে ২০২১ সালে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন গানটির অঞ্জন দত্ত। সিনেমাটির প্রযোজক হিসেবে ঘোষণা করা হয় রানা সরকারের নাম। সম্প্রতি এই প্রযোজক দাবি করেন, হঠাৎ অঞ্জন দত্ত তাঁর সঙ্গে সিনেমাটির চুক্তি বাতিল করেছেন। পরে জানতে পারেন, সিনেমাটি নিয়ে অন্য প্রযোজকের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন। এমন ঘটনায় ৫৭ লাখ রুপি ক্ষতিপূরণ চেয়ে অঞ্জন দত্তের কাছে আইনি নোটিশ পাঠিয়েছিলেন। উত্তর না পেয়ে অঞ্জন ও তাঁর ছেলে সংগীত পরিচালক নীল দত্তের বিরুদ্ধে মামালা করেছেন রানা।

জনপ্রিয় গানটি নিয়ে সিনেমার নাম ঠিক হয়েছিল ‘বেলা বোসের জন্য’। জানা গিয়েছিল, সবকিছু গুছিয়ে এই বছরের শেষের দিকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। এর মধ্যে তৈরি হলো বিতর্ক। প্রযোজকের দাবি, তাঁর সঙ্গে চুক্তি ভঙ্গ করে অঞ্জন দত্ত অন্য প্রযোজকের সঙ্গে সিনেমাটি করছেন। সেই খবর পাওয়ামাত্রই তিনি আইনের শরণাপন্ন হয়েছেন। এ নিয়ে রানা সরকার ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘আমার সঙ্গে অঞ্জন দত্তের কথা মোটামুটি পাকা হয়েছিল। এমনকি আমার থেকে এই সিনেমার জন্য অগ্রিমও নেন অঞ্জন দত্ত। কিন্তু হঠাৎ একদিন সিনেমা নির্মাণের পরিকল্পনা বাতিল হওয়ায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি।’

গায়ক-অভিনেতার বিরুদ্ধে মামলা প্রসঙ্গে রানা বলেন, ‘তাঁকে আইনি নোটিশ পাঠাই। যার কোনো উত্তর আসেনি। এরপর আমরা আদালতে যাই। শুক্রবার আলীপুর আদালত ছবির ওপর স্থগিতাদেশ দেন। অঞ্জন দত্ত অন্য কোনো প্রযোজনা সংস্থার সঙ্গে ছবিটি করতে পারবেন না। আমার ক্ষতিপূরণের ৫৭ লাখ টাকাও দিতে হবে। আইনি প্রক্রিয়া চলবে। যদি টাকা ফেরত না দেন, আবারও মামলা করব। আজ হয়তো তাঁরা আইনি নোটিশও পেয়ে যাবেন।’ রানার অভিযোগ সম্পর্কে অঞ্জনের বক্তব্য পাওয়া যায়নি।