সব প্রেমের পরিণতি মধুর হয় না...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী অপূর্ব, তৌসিফদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
গত মাসে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই শুটিংয়ে ব্যস্ত অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুটিং করছেন কখনো ঢাকার উত্তরায়, কখনো প্রত্যন্ত কোনো গ্রামে। গ্রামীণ আবহে শুটিংয়ের ফাঁকে ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রকৃতির কোলে দাঁড়িয়ে মনে হয়, জীবন আসলেই সুন্দর।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
সময়ের ব্যস্ত অভিনয়শিল্পীদের একজন তৌসিফ মাহবুব। সম্প্রতি সাপের সঙ্গে শুটিং করে আলোচনায় এসেছেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সব প্রেমের পরিণতি মধুর হয় না, কেউ কেউ রয়ে যায় অপ্রেমিক হয়ে।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
গায়ক কাজী শুভ অভিনেতা ফজলুর রহমান বাবুর সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সেদিন একসঙ্গে বসে “নন্দিনী” ছবির গানগুলো শুনছিলাম। সবগুলো গান শোনার পর বাবু ভাইকে জিজ্ঞেস করলাম, “ও পরান পাখি” গানটা কেমন লাগল ভাই? প্রশ্ন শুনে ভাই বললেন, “এই গানটা শুনলে মনে হয় যে এইটা আমাদের গান।” এই পজিটিভ মন্তব্যগুলো ভালো কাজের উৎসাহ বাড়িয়ে দেয়।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৪ / ৫
এক বছর আগের ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন তরুণ অভিনেত্রী মারিয়া শান্ত। ছবিগুলো পোস্ট করে লিখেছিলেন, ‘আমাকে গোলাপি বলে ডাকতে পারো।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৫
অভিনেত্রী মনিরা মিঠু ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মানুষের দুই মনের সমন্বয় করা কঠিন। আপনার এক মন আমাকে আপনার নিজের প্রয়োজনেই তীব্র ভালোবাসে। আরেক মন আমাকে অতি সংগোপনে ঈর্ষা করে।’
ছবি: ফেসবুক থেকে