শাকিব বললেন, ‘ভাবনায় হারিয়ে যাইনি’, আর ফারিণ বললেন...

বিনোদনজগতের তারকারা প্রতিদিন ইনস্টাগ্রাম ও ফেসবুকে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে যেতে চান। ভক্ত ও অনুসারীরাও সেসব ছবি দেখে আপ্লুত হন। ইনস্টাগ্রাম থেকে তেমনই কিছু দেশি তারকার ছবি ও তথ্য দেওয়া হলো এখানে।
১ / ৬
প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘তাণ্ডব’। পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবির সঙ্গে দেশের প্রেক্ষাগৃহে চলছে এই তারকার ঈদুল ফিতরের ছবি ‘বরবাদ’। একের পর এক ব্যবসাসফল ছবি উপহার দিয়ে চলছেন এই তারকা। পরিকল্পনা নতুন সিনেমারও। এই স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, ‘ভাবনায় হারিয়ে যাইনি, আমি শুধু এতটাই এগিয়ে, যেখানে অন্যরা এখনো যেতে পারেনি!’
২ / ৬
টেলিভিশন নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম, এমনকি দেশের বাইরের সিনেমায়ও অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। তবে পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় এত দিন দেখা যায়নি, যা এবারের ঈদে ঘটেছে। ‘ইনসাফ’ দিয়ে মূলধারার বাণিজ্যিক ছবিতে নায়িকা হিসেবে তাঁর অভিষেক হলো। এই ছবিতে তিনি অভিনয় করেছেন শরীফুল রাজের বিপরীতে। কয়েক দিন প্রেক্ষাগৃহে ছোটাছুটিও করেছেন। এখন আছেন যুক্তরাজ্যে, স্বামীর সঙ্গে সময় কাটাতে দেশটিতে তাঁর যাওয়া। ঘোরাঘুরিও করছেন। এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘সবকিছুই ঠিক সময়ে ফুটে ওঠে।’
৩ / ৬
তরুণ প্রজন্মের গায়িকা মাশা ইসলাম। এবারের ঈদে মুক্তি পাওয়া ‘নীলচক্র’ সিনেমায় ‘যেতে যেতে’ শিরোনামে মাশার গাওয়া একটি গান প্রশংসিত হয়েছে। মাশার সঙ্গে এই স্থিরচিত্র পোস্ট করে তরুণ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান লিখেছেন, ‘অনেক বড় ভক্ত।’
৪ / ৬
অভিনয় কমিয়ে এখন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী। সময় ও সুযোগ পেলে অভিনয় করেন, আবার ঘোরাঘুরিও করেন। শ্রীলঙ্কায় ঘোরাঘুরির স্থিরচিত্র পোস্ট করে এই তারকা লিখেছেন, ‘কিছু মুহূর্তের জন্য কোনো ক্যাপশন দরকার হয় না, শুধু এক গভীর নিশ্বাস, খোলা দুই হাত, আর আকাশই যথেষ্ট মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি এখনো বেঁচে আছো।’
৫ / ৬
সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল নতুন গান প্রকাশ করবেন। তার আগে গানটি নিয়ে প্রচারণায় মেতেছেন এই সংগীত তারকা। জানা গেছে, এই গানে মডেল হিসেবে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় তারকা কেয়া পায়েল। ‘পারব না তোমাকে ছাড়তে’ গানটিতে রয়েছে দুঃসাহসী প্রেমের গল্প। ইমরান এই স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন গান, নতুন কাজ। অনেক দিন পর কেয়া পায়েলের সঙ্গে নতুন কিছু হতে চলছে।’
৬ / ৬
নাটক, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে এর আগে অভিষেক ঘটেছে সাবিলা নূরের। এবারই প্রথম পুরোপুরি বাণিজ্যিক ধারার সিনেমায় অভিষেক ঘটল। ‘তাণ্ডব’ সিনেমা দিয়ে শাকিব খানের বিপরীতে নায়িকা হয়েছেন তিনি। এর পর থেকে সাবিলা ঢালিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই তারকা স্থিরচিত্রটি পোস্ট করে লিখেছেন, ‘ফনিক্স মোড, অ্যাকটিভেটেড।’