‘আমার প্রেমের অভিজ্ঞতা খারাপ’
‘মনে হয় প্রেমে পড়েছি। কিছুই বুঝতে পারছি না, কিন্তু প্রতিবার ভালো লাগছে।’ ফেসবুকে লিখেছেন চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতু।
এটা কি কোনো সিনেমার সংলাপ? নাকি নিজের অনুভূতি? মনের কথা জানানো। প্রেম করছেন এই অভিনেত্রী? মিতু বলেন, ‘নাহ। একটা গান শুনে প্রেমে পড়েছি। গানটা আমাকে মুগ্ধ করেছে। বাস্তবে আমার প্রেম করার ইচ্ছা নেই। আমার প্রেমের অভিজ্ঞতা খারাপ।’
প্রেমের অভিজ্ঞতা খারাপ কেন? এবার মিতু বললেন, ‘আমাকে আর দশটা মেয়ের সঙ্গে মেলালে হবে না। এখন আমি চাই, এমন একটা মানুষ আমার জীবনে আসবে, যে আমার চিন্তাটা বাড়াবে না, কমাবে। আমি নিজেই আয় করি। শুধু আমার মনের শান্তি দরকার। আমাকে বুঝতে পারে, এমন কাউকে দরকার। চলতে–ফিরতে দেখা যায়, দুই-একজন মানুষের সঙ্গে সম্পর্ক হয় কিংবা পরিচয় হয়। প্রথম দিকে ভালোই লাগত। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যেত, আমি বিনোদনজগতে কাজ করি বলে কিংবা আমার চেহারার প্রতি আকৃষ্ট হয়ে কথা বলছে। একসময় সে আমার স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করত।’
অভিনেত্রী মিতু ফ্যাশন ডিজাইনারও। পাশাপাশি বাবার ব্যবসা দেখভাল করেন। এসব কাজে প্রায়ই তাঁকে বাইরে থাকতে হয়। অনেকের সঙ্গে পরিচয় হয়, জানাশোনা হয়। কিন্তু একপর্যায়ে মিতু বুঝতে পারেন, তাঁকে বন্দী একটা জীবন কাটাতে হবে। তাই সেভাবে আর সম্পর্কে জড়াননি। তখন থেকেই তিনি নিজেকে প্রতাষ্ঠা করার দিকে মনোযোগ দিয়েছেন।
এই অভিনয়শিল্পী বলেন, ‘আমি শখে অভিনয় করি। আমার তো বন্দী হয়ে আটকে থাকা সম্ভব নয়। যাঁরা আমাকে বিয়ে করতে চান, তাঁরা আমাকে জেনেই আসবেন। কারণ, আমি জানি আমার আর ভুল করার সম্ভাবনা কম। আমি সব সিদ্ধান্ত ঠান্ডা মাথায় নিই। যে মানুষই আমার জীবনে আসুক, সে যেন সাপোর্ট করে সব সময়। বেঁধে রাখবে—এ ধরনের মানুষ আমার পছন্দ নয়। আমি নিজের মতো করেই চলতে চাই।’
মিতুর ওপর তাঁর পুরো পরিবারের দায়িত্ব। সে জন্য নিজের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে চান না। এমনকি নিজের ভালো লাগার জন্যও কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ক্যারিয়ারের মতোই ব্যক্তিজীবনেও ধীরে পা ফেলতে চান। তিনি ‘আগুন’ সিনেমা দিয়ে ক্যারিয়ার শুরু করেন। বছরখানেক বিরতি দিয়ে ‘কমান্ডো’ সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেন। আবারও বিরতি দিয়ে বাপ্পী চৌধুরীর বিপরীতে ‘যন্ত্রণা’ ও ‘জয় বাংলা’ সিনেমায় নাম লেখান।
মিতু বলেন, ‘এর মধ্যেই “জয় বাংলা” সিনেমার শুটিংয়ে প্রবেশের কথা ছিল। সব ঠিক থাকলে আগামী মাসের প্রথম দিকেই শুটিং শুরু হবে। ইতিহাসনির্ভর সিনেমার জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হচ্ছে। স্কুল-কলেজে পড়ুয়া এক মেয়ে যুদ্ধ শুরুর আগে কীভাবে কথা বলতেন, কীভাবে দাঁড়াতেন, প্রতিবাদের জন্য যে আত্মবিশ্বাস থাকা দরকার, সেগুলো আমার প্রস্তুতির মধ্যে আছে।’
মুনতাসীর মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস থেকে সিনেমা করছেন কাজী হায়াৎ। একই নামের সিনেমায় অভিনয় করছেন জাহারা মিতু। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে মুক্তিযুদ্ধের বিজয় পর্যন্ত এই ছবির গল্প। ছবিতে জাহারা মিতুর বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী। ছবিতে তাঁদের দেখা যাবে প্রতিবাদী ছাত্রের ভূমিকায়।