উপহার পেয়ে তারা খুব খুশি হয়
রোববার অভিনেত্রী ও মডেল তানজিয়া জামান মিথিলার জন্মদিন। জন্মদিনের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বাসায় বন্ধুদের সঙ্গে কেক কেটে দিনটির উদ্যাপন শুরু হয়েছে তাঁর। রোববার দুপুরে তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি খেতে বন্ধুদের নিয়ে বাসার বাইরে গিয়েছিলেন। তিনি বললেন, ‘বন্ধুদের নিয়ে বাইরে খেতে এসেছি। করোনার কারণে বাইরে বড় কোনো আয়োজন করছি না। রিস্ক আছে।’ হাসতে হাসতে আরও বলেন, ‘সঙ্গে বয়ফ্রেন্ডও আছে। হা হা হা! খবরটা আবার লিখে দেবেন না যেন, মজা করলাম।’
আসলে কি মিথিলা প্রেম করছেন? এমনও শোনা যায়, মিথিলা দেশের বাইরে বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন। তাঁর ফেসবুক ওয়ালে বাইরের সুন্দর সুন্দর লোকেশনে ছবিগুলো দেখা যায়, সেগুলো তাঁর প্রেমিকের তোলা। এসব অস্বীকারও করলেন না মিথিলা।
তবে প্রেমিকের কোনো পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন তিনি। মিথিলা বলেন, ‘আমার একজন বয়ফ্রেন্ড আছে। তবে তার সঙ্গে যে একা সব সময় দেশের বাইরে যাই, ঠিক তা–ও নয়, আমার বন্ধুরাও অনেক সময় সফরসঙ্গী হয় আমাদের দুজনের।’
আপাতত ‘সিঙ্গেল’ পরিচয়ে স্বাচ্ছন্দ্য মিথিলার। বলেন, ‘নায়িকাদের এটাই তো মজা। দেখেন না আমাদের অনেক নায়িকা প্রেম, এমনকি বিয়ের খবরও গোপন রাখেন।’ গোপন রাখার রহস্য কী জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমার কাছে মনে হয়, ভক্ত–দর্শক কমে যাওয়ার আশঙ্কা থেকে এই কাজ করেন। নায়িকাদের নিয়ে ভক্ত–দর্শকেরা স্বপ্ন দেখেন। বিয়ে বা প্রেমের খবর প্রকাশিত হলে অনেক ভক্তই মনে করেন, স্বপ্নের মানুষ অন্যের হয়ে যাচ্ছে। এ কারণে হয়তো তাঁরা আপসেট হন, কষ্ট পান।’ প্রেমিকের পেশা কী, কী করেন—এসব বিষয়ে মুখ খুলতে চাইলেন না মিথিলা।
মজা করে তিনি বলেন, ‘আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসে। এটাই তার পেশা। হা হা হা!’ এদিকে জন্মদিন উপলক্ষে প্রতিবারের মতো এবারও রাজধানীর একটি বস্তির স্কুলের প্রায় দেড় শ ছেলেমেয়ের হাতে উপহারসামগ্রী হিসেবে বই, খাতা, কলম, পেনসিলসহ নানা জিনিস তুলে দেবেন মিথিলা।
তিনি বলেন, ‘বিশেষ দিনের বাইরেও আমি এ ধরনের উপহারসামগ্রী তাদের দিই। উপহারগুলো কিনে রেখেছি। সোমবার যাব। উপহার পেয়ে তারা খুব খুশি হয়। আমারও ভালো লাগে। আমি গেলে তাদের সঙ্গে অনেকক্ষণ কাটাই।’
মিথিলার বড় পর্দায় অভিষেক হয়েছে বলিউডের সিনেমা দিয়ে। হায়দার খান পরিচালিত ‘রোহিঙ্গা’ সিনেমাটি গেল বছরের শেষ প্রান্তিকে ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপেলটিভিতে মুক্তি পেয়েছে। এরই মধ্যে দেশীয় দুটি নতুন ছবিতে চুক্তি করেছেন এই নবাগত।
ছবির নাম, সহশিল্পীর নাম এখনই প্রকাশ করতে চাইলেন না তিনি।
মিথিলা বলেন, ‘ছবি দুটির মহরত হবে। এ কারণে প্রযোজক ও পরিচালক থেকে ছবির বিষয়ে কোনো কিছু ফাঁস করা নিষেধ। এটুকু বলতে পারি, একটি ছবির শুটিং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে শুরু হতে পারে।’
কয়েক দিন আগে মিথিলা তাঁর ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে লিখেছিলেন, ‘খেজুরের রস খেতে মন চায় আমার। কী করব এখন?’
খেজুরের রস খাওয়া হয়েছি কি না, জানতে চাইলে মিথিলা বলেন, ‘না, এখনো হয়নি। আমি মাগুরার মেয়ে। আমাদের নিজের জমিতেই খেজুরের গাছ আছে। খেজুরের রস ও শীতের পিঠা খেতে ৬ ফেব্রুয়ারি মাকে সঙ্গে নিয়ে সেখানে যাব।’