‘আমার সিনেমার নায়ক সাদেক বাচ্চু’
শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২। নাম শুনলেই বোঝা যায় শ্বশুরবাড়ি ঘিরে সিনেমার মূল গল্প। সিনেমায় জামাই-শ্বশুরের অনেক মজার কাণ্ড থাকবে। জামাই-শ্বশুরের সেই রসায়ন ঘিরে দর্শক হাসবেন, তালি দেবেন। পারিবারিক গল্পটি দর্শকের মন ছুঁয়ে যাবে। বহুদিন আলোচনায় থাকা সেই কমেডি ধারার শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ শ্বশুরকে ছাড়াই আজ দেশের ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।
‘আমি একটা কথাই বলছি, কেউ যদি জানতে চায়, আমার সিনেমার নায়ক কে? সবাই বলবে বাপ্পী চৌধুরী। কিন্তু আমি উত্তর দেব, ‘না। আমার সিনেমার নায়ক সাদেক বাচ্চু।’ কথাগুলো বলেন সিনেমার পরিচালক দেবাশীষ বিশ্বাস। ‘কেন প্রয়াত এই অভিনেতা আপনার সিনেমার নায়ক?’ দেবাশীষ বলেন, ‘আমার যে ধরনের চরিত্র দরকার ছিল, সেটার শত ভাগ দিয়েছেন সাদেক বাচ্চু আঙ্কেল। এটা হলে যাঁরা সিনেমাটি দেখবেন, তাঁরা বুঝবেন। তাঁর চরিত্রায়ণ, অভিনয়, কথা বলার ধরন, অঙ্গভঙ্গি আমাদের প্রাণ ছিল। শুটিংয়ে এমনও হয়েছে—আঙ্কেলের অভিনয় দেখে অসংখ্যবার হাসতে হাসতে ক্যামেরা বন্ধ করতে হয়েছে। এতটাই আনন্দের সঙ্গে শুটিং করেছেন যে তাঁকে বলতে হয়েছে, হাসব নাকি শুটিং করব। তিনি নিজের কাজটাই করে গেছেন। আফসোস—আনন্দের এই দিনে তিনি আমাদের সঙ্গে নেই। এই চরিত্রটির জন্য আমি সময় হলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জোর দাবি করব।’
সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাসের আগ্রহ অনেক বেশি। করোনা শুরুর সময় থেকেই পছন্দের এই সিনেমা নিয়ে আগ্রহী ছিলেন তিনি। অবশেষে অপেক্ষার অবসান হলো। আজ পর্দায় আসছেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সিনেমার মূল চরিত্রের এই নায়িকা। তিনি বলেন, ‘আমি অনেক এক্সাইটেড। অনেক দিন পর বড় পরিসরে পর্দায় আসছি। সিনেমা দেখার জন্য অনেকেই আমাকে শুভকামনা পর্যন্ত জানাচ্ছেন। বড় পর্দাকে মিস করেছি। করোনার জন্য শুটিং করে যাওয়া ছাড়া কিছু করার ছিল না।’ সিনেমাটি ঘিরে মজার কোনো ঘটনা মনে পড়ে? ‘সাদেক বাচ্চু আঙ্কেলকে আমি শতভাগ মিস করছি। তাঁর কাছে অনেক কিছু শিখেছি। আমাদের বাপ-মেয়ের অনেকগুলো কমেডি দৃশ্য ছিল। সেসব দৃশ্যের সময় আমি রোমান্টিক হয়ে যেতাম। আমি তো রোমান্টিক চরিত্রে বেশি অভিনয় করি। তখন বাচ্চু (সাদেক বাচ্চু) আঙ্কেল বলতেন, “এই রোমান্টিক মেয়েটাকে নিয়ে নিয়ে আর পারি না,” আমাকে পচাতেন। অনেক মজায় শুটিং করেছি। সেসব এখন স্মৃতি।’
দুই বছরের বেশি সময় পর দর্শকের সামনে বড় পর্দায় আসছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। এই সময়ে একাধিক সিনেমায় অভিনয় করলেও তৃপ্তি বা সার্থকতা পাচ্ছিলেন না। এই অভিনেতা বলেন, ‘অনেক দিন পর পুরোপুরি বাণিজ্যিক সিনেমা মুক্তি পাচ্ছে। আমার ভক্তদের প্রত্যাশিত সিনেমা এটি। একই সঙ্গে ভয় এবং উত্তেজনা দুটোই কাজ করছে। শিল্পী হিসেবে দর্শকদের কাছে যাওয়াটা সার্থকতা। আমার প্রত্যাশা, সিনেমাটি দেখে দর্শক অনেক মজা পাবেন। আমাদের হলের দর্শক তৈরি হবে।’ সিনেমাটির শুটিং দীর্ঘদিন আগে হয়েছে। মজার কোনো ঘটনা মনে পড়ে? এই নায়ক বলেন, ‘আমরা প্রচুর মজা করেছি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ নামটাই মজার। ফুললেন্থ কমেডি সিনেমা এটি। একটা কথাই বলব, আমাদের সিনেমার হটকেক সাদেক বাচ্চু। তিনিই সুপার হিরো। তাঁকে অনেক বেশি মিস করছি। হঠাৎ তাঁর চলে যাওয়া আমাদের জন্য দুঃখের। আজ শ্বশুরকে ছাড়াই শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সিনেমাটি মুক্তি পাচ্ছে। দিনটি আমাদের জন্য কষ্টের। এখন দর্শক হলে ফিরলেই সার্থকতা।’
এর আগে ২০০১ সালে রিয়াজ-শাবনূরকে নিয়ে দেবাশীষ বিশ্বাস নির্মাণ করেছিলেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ। সেই সিনেমার সঙ্গে এটির কোনো মিল নেই জানালেন শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সিনেমার একই পরিচালক দেবাশীষ। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আফজাল শরীফ, সুব্রত, এনায়েত চৌধুরী, রেবেকা, কাবিলা প্রমুখ। করোনার শুরুতে ২০২০ সালের মার্চে সিনেমাটির মুক্তির কথা ছিল। পরে পেছাতে থাকে মুক্তি।