আসাদুজ্জামান নূরের আক্ষেপ

আসাদুজ্জামান নূর
ছবি–প্রথম আলো

জ্যেষ্ঠ অভিনয়শিল্পীদের নিয়ে চরিত্র লেখা হয় হলিউড ও বলিউডে, অথচ ঢালিউডে সেই চর্চা একেবারে নেই বললেই চলে। এ নিয়ে আক্ষেপ করলেন অভিনেতা আসাদুজ্জামান নূর। সম্প্রতি ‘চাঁদের অমাবস্যা’ ছবির শুটিং শেষ করেছেন এই অভিনেতা। ছবিটিতে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন তিনি। ঢালিউডে পূর্ণাঙ্গ গল্পের চরিত্রে অভিনয় করতে আগ্রহী এই অভিনেতা।

আসাদুজ্জামান নূর

‘চাঁদের অমাবস্যা’ ছবিতে কাজের ব্যাপারে আসাদুজ্জামান নূর বলেন, ‘এখানে আমি বড় ভাইয়ের চরিত্রটি করেছি। এটি একটি অতিথি চরিত্র। দুই দিনেই আমার অংশের শুটিং হয়ে গেছে।’ নানা ব্যস্ততার কারণে এখন আর সেভাবে সিনেমা বা নাটকে দেখা যায় না আসাদুজ্জামান নূরকে। তবে সময় সুযোগ পেলে মাঝেমধ্যে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এ ব্যাপারে তিনি বলেন, ‘ভালো কাজ পেলে সময় বের করা যেতে পারে, কাজ করতেও চাই আমি। মাঝেমধ্যে যে কাজগুলো করি, এভাবেই করি।’ তবে নিয়মিত না করলেও অভিনয়ের ক্ষুধা এখনো প্রবল আসাদুজ্জামান নূরের। কিন্তু এখনকার সিনেমা বা নাটকের গল্প, চরিত্রের কারণে যেভাবে চান, সেভাবে কাজের সুযোগ কম। একরকম আক্ষেপ নিয়ে এই অভিনেতা বলেন, ‘এখন তো আমাদের বয়সের চরিত্রের গল্প লেখা হয় না সেভাবে। বলিউড, হলিউডের কিন্তু ভিন্ন চিত্র। সেখানে আমাদের মতো বয়স ধরেও অনেক গল্পের মূল চিত্রনাট্য লেখা হয়। আমাদের এখানে এখনো ইয়াং রোমান্টিক জুটি নিয়েই বেশি গল্প লেখা হচ্ছে।’

আসাদুজ্জামান নূর
ছবি: সংগৃহীত

এ জন্য আফসোস লাগে? জানতে চাইলে তিনি বলেন, ‘তা তো লাগেই কিছুটা। আমরা যৌবনে যখন অভিনয় শুরু করেছি, তখন তো চলচ্চিত্রে অভিনয় করার মতো পরিস্থিতি ছিল না। কারণ, তখনকার কমার্শিয়াল ছবিগুলো যেভাবে তৈরি করা হতো, আমাদের পক্ষে সেসবে কাজ করা সম্ভব ছিল না। এখনকার তরুণেরা ভালো ছবি বানাতে চেষ্টা করছেন। নতুন একটা ধারা মোটামুটি তৈরিও হয়েছে। কিন্তু এখন আবার আমাদের বয়স নিয়ে চরিত্র লেখা হচ্ছে না, ছবিও তৈরি হচ্ছে না। আমরা আর কী করব। এ কারণে কাজের ইচ্ছা থাকলেও তো করতে পারছি না।’

বাংলাদেশ সরকারের অনুদানের ছবি ‘চাঁদের অমাবস্যা’য় আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, দীপান্বিতা মার্টিন, তনয় বিশ্বাস, সাহানা সুমী প্রমুখ। এটি পরিচালনা করেছেন জাহিদুর রহিম অঞ্জন। তিনি জানিয়েছেন, ‘চাঁদের অমাবস্যা’ ছবিটি চলতি বছরেই মুক্তি পাবে। ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ। তাঁর জন্মশতবর্ষ ধরেই নভেম্বর মাসে মুক্তি পেতে পারে ছবিটি।