ঋতুপর্ণার হাতে ঢাকার দুই চিত্রনাট্য

‘রাঙাবউ’, ‘একটি সিনেমার গল্প’, ‘এক কাপ চা’সহ বেশ কিছু বাংলাদেশি ছবিতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সর্বশেষ নঈম ইমতিয়াজ নিয়ামুলের ‘জ্যাম’ ছবিতে কাজ করছেন এই ভারতীয় তারকা। ছবিটির শুটিংও শেষের পথে। এরই মধ্যে বাংলাদেশের আরও কয়েকটি ছবিতে কাজের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ঋতুপূর্ণা জানালেন, দুটি সিনেমা নিয়ে বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলাপ হয়েছে। এমনকি ছবি দুটির চিত্রনাট্যও এখন তাঁর হাতে। চিত্রনাট্য দুটি পড়ছেন তিনি। সব ঠিকঠাক থাকলে আগামী অক্টোবর-নভেম্বরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

নকশার মডেল হয়েছিলেন ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত

ঋতুপর্ণা এখন সিঙ্গাপুরে। গত সোমবার সেখান থেকে মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের দুটি ছবির চিত্রনাট্য পেয়েছি। এখন সেগুলো পড়ছি। একটির নাম “কেউ সুখী নয়”, আরেকটির নাম এখনো ঠিক হয়নি। তবে “কেউ সুখী নয়” নামটি পরিবর্তন করা হতে পারে। এ ছবিতে কলকাতার অঙ্কুশও থাকছেন। শুনেছি, ছবিটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু।’

ছবি দুটি নিয়ে কবে কথা হয়েছে, জানতে চাইলেন ঋতুপূর্ণা বলেন, ‘জানুয়ারির শেষ ও ফেব্রয়ারির শুরুর দিকে। ওই সময় আমি কলকাতায় দুটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলাম। কাজের ফাঁকে কথা হয়। এরপর আমাকে চিত্রনাট্য পাঠানো হয়।’

ঋতুপর্ণা সেনগুপ্ত
ইনস্টাগ্রাম

ছবি দুটিতে আপনার চরিত্র কেমন? এ ব্যাপারে অভিনেত্রী বলেন, ‘অবশ্যই ছবির মুখ্য চরিত্র। আর মূল চরিত্র ছাড়া আমি কাজ করি না। আমার তো একটি কমার্শিয়াল ইমেজ আছে। সেই জায়গা থেকে অবশ্যই ভালো চরিত্র ও দুর্দান্ত গল্প না হলে আমি সেই চিত্রনাট্যে কাজ করব না।’

ছবি দুটিতে কাজ করা প্রসঙ্গে কয়েক দিন আগে বাংলাদেশি কয়েকটি পোর্টালে ঋতুপর্ণাকে নিয়ে প্রকাশিত খবরে কষ্ট পেয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘কয়েকটি পোর্টালে এ ছবিতে আমার চরিত্রকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে আমি অবাক হয়েছি। খবর প্রকাশের আগে কেউ কথাও বলেননি আমার সঙ্গে। সঠিক জিনিস উপস্থাপিত হয়নি ওসব পোর্টালের খবরে। খবরটি পড়ে মনটাই খারাপ হয়ে গেছে।’

ঢাকায় এলেই ঐতিহ্যবাহী শাড়ি কেনেন টালিউড তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত
ছবি : প্রথম আলো

ছবিতে আপনি কাজ করছেন কি না, সে বিষয় চূড়ান্ত হচ্ছে কবে? ঋতুপূর্ণা বলেন, ‘চিত্রনাট্য দুটি পড়া শেষ হয়নি এখনো। তবে গল্প শুনে আগেই মোটামুটি কথাবার্তা হয়েছে। চিত্রনাট্য দুটি পুরোপুরি পড়ে চরিত্র ও গল্প ঠিকঠাক মিলে গেলে আগামী মাসের মাঝামাঝি বলতে পারব।’