এক গল্পে তিন দেশ
লালমনিরহাটের মেয়ে সূর্যমণি। ঢাকার একটি বায়িং হাউসে অফিস সহকারীর কাজ করতেন। একসময় আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। ২০১৯ সালে ৩২ কেজি হেরোইনসহ শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় গ্রেপ্তার হন। সেই সময় ঘটনাটি মিডিয়ায় বেশ আলোড়ন তোলে। এই সত্য ঘটনার ছায়া অবলম্বনে তৈরি হচ্ছে ‘নেটওয়ার্ক’। ওয়েব সিরিজটি পরিচালনা করবেন সৈকত নাসির।
বাংলাদেশ, ভারত, নেপাল—এই তিন দেশে হবে সিরিজটির শুটিং। সৈকত নাসির বলেন, এটি একটি অ্যাকশন থ্রিলার। এখনকার সময়ে এ ধরনের গল্পের ওয়েব সিরিজ দর্শক বেশ উপভোগ করেন। তা ছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই গল্পটি পছন্দ করা হয়েছে।
জানালেন, গল্পের প্রয়োজনেই তিনটি দেশে শুটিং করতে হবে। বলেন, ‘কাজটি করা অতটা সহজ হবে না। আমরা অনেক দিন থেকেই শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছি। লোকেশনগুলোতে সফর করছি। শিল্পীদের প্রস্তুত করাচ্ছি।’
সিরিজটিতে সূর্যমণির ছায়া চরিত্রটির নাম থাকছে বেগম। চরিত্রটি করছেন বড় পর্দার অভিনেত্রী রিয়েলি। চলতি বছরের মার্চ মাসে তাঁর প্রথম ছবি ‘মেকআপ’ মুক্তি পেয়েছে। বেগম চরিত্রটির জন্য প্রস্তুত হচ্ছেন রিয়েলি। এ জন্য নিয়মিত জিম করছেন, ফাইট শিখছেন তিনি।
জানালেন, তিনটি রূপে দেখা যাবে তাঁকে। প্রথমে গ্রামের একজন মেয়ে। এরপর নিজেকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম। এরপর আস্তে আস্তে মাদকব্যবসায়ী। বলেন, ‘চরিত্রটির জন্য নিয়মিত অনুশীলন করছি। ১০ দিন ধরে সকালে দেড়-দুই ঘণ্টা করে দৌড়াচ্ছি। প্রায় দুই ঘণ্টা করে ফাইট শিখছি। ৯ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুশীলন।’
ওয়েব সিরিজটির তিনটি সিজন তৈরি হবে। ১০ অক্টোবর থেকে খাগড়াছড়ির দুর্গম অঞ্চলে প্রথম সিজনের শুটিং শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ভারতের ত্রিপুরার আগরতলা ও নেপালে শুটিং করা হবে। নভেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে শুটিং, জানালেন পরিচালক।
এই সিরিজে আরও অভিনয় করছেন সানজু জন, নওশাবা, সাকিবা, রাশেদ মামুন অপু, সাজ্জাদ, টাইগার রবি প্রমুখ।
‘নেটওয়ার্ক’-এর চিত্রনাট্য করেছেন আবদুল্লাহ জহির বাবু।