এক দিনে উড়বে তিন নতুনের কেতন

বড় পর্দায় অভিষেক হচ্ছে তিন নতুন মুখের—আসিফ আহমেদ খান, রাফিয়াত রশিদ মিথিলা ও আজাদ আদরের

করোনা মহামারির ধকল কাটিয়ে গত ঈদুল ফিতরের পর থেকে যেন একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ঢাকাই চলচ্চিত্র। নিয়মিত নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। চলতি মাসেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাঁচটি সিনেমা। এ বছর ঢালিউডে বেশ কয়েকটি নতুন মুখেরও অভিষেক হবে। ১৭ জুন একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি ছবি—সৈকত নাসিরের তালাশ ও অনন্য মামুনের অমানুষ। দুই ছবিতে বড় পর্দায় অভিষেক হচ্ছে তিন নতুন মুখের—রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আদর ও আসিফ আহমেদ খানের।

বড় পর্দায় অভিষেক হলেও ছোট পর্দার পরিচিত মুখ মিথিলা। বড় পর্দায় মিথিলার এই অভিষেককে বলা যায় ‘ডাবল’। কারণ, একই দিনে দুই দেশেই মুক্তি পাচ্ছে তাঁর দুটি ছবি। এপার বাংলায় অমানুষ, ওপার বাংলায় ‘আয় খুকু আয়’।
‘অমানুষ’-এ নিরবের বিপরীতে অভিনয় করেছেন মিথিলা। ‘আয় খুকু আয়’ সিনেমায় মিথিলার সহশিল্পী প্রসেনজিৎ। একই দিনে দুই বাংলায় ‘জোড়া অভিষেক’ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘এই প্রথম বাণিজ্যিক ছবিতে দর্শকেরা আমাকে দেখবেন। জানি না, কীভাবে নেবেন তাঁরা। তবে অমানুষ অন্যরকম গল্পের ছবি। কাজের সময় সেই ভিন্নতার আনন্দ পেয়েছি। ছবিটি নিয়ে আমি অনেক এক্সসাইটেড। একই দিনে কলকাতার দর্শকেরাও বড় পর্দায় আমাকে দেখবেন। ছোট একটি চরিত্র। অতিথি চরিত্র বলা যায়। প্রসেনজিৎ দাদার সহশিল্পী, এ জন্যই ছবিটি করা।’

কিন্তু প্রথম বাণিজ্যিক ছবি মুক্তির আনন্দের মধে৵ও মিথিলার মন ভালো নেই। যখন ছবি দুটি মুক্তি পাচ্ছে, তখন তিনি বাংলাদেশ বা ভারত কোথাও নেই। অফিসের কাজে আছেন আফ্রিকার তানজানিয়ায়। সেখান থেকে ফেসবুক মেসেঞ্জারে মিথিলা বলেন, ‘আমার তো প্রথম ও প্রধান কাজ চাকরি। দুর্ভাগ্যবশত যখন আমি এখানে (তানজানিয়া) আসলাম, তখনই ছবি দুটি মুক্তির শিডিউল পড়ে গেল। খুব ইচ্ছা ছিল, ছবি মুক্তির সময়ে থাকার।’

পশ্চিমবঙ্গের ‘আয় খুকু আয়’ ছবিতে মিথিলা

বড় পর্দায় ছবি মুক্তির আগের উত্তেজনা প্রসঙ্গে মিথিলা বললেন, ‘বড় পর্দায় কাজ মানেই বড় ব্যাপার। মুক্তির সময় সিনেমাকে ঘিরে একটা হইচই থাকে। মুক্তির আগে প্রচারণা থেকে শুরু করে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকদের সঙ্গে সিনেমা দেখার মধ্যে একটা আনন্দ আছে। আফসোস, এবার হচ্ছে না।’

মিথিলার মতোই আগে নাটক, ওয়েব সিরিজ করলেও চলচ্চিত্রে অভিনয় করা হয়নি আজাদ আদরের। ২০১৪ সালে চ্যানেল আইয়ের ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান’ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। ২০১৯ সালের ওয়েব সিরিজ ট্র্যাপ-এর পোস্টার দেখে পরিচালক মোস্তাফিজুর রহমান তাঁর স্বপ্ন দেখা ‘রাজকন্যা’ ছবিতে নায়ক হিসেবে চুক্তি করান তাঁকে।

আজাদ আদর

এরপর একে একে মুক্তি, লাইফ, যাও পাখি বলো তারে, ‘তালাশ’, ‘লোকাল’ ও ‘নাকফুল’ ছবিতে অভিনয় করেন তিনি। তবে প্রথম মুক্তি পাচ্ছে ‘তালাশ’। ছবির প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন আদর। তিনি বলেন, ‘ভয় ও ভালো লাগা দুটিই কাজ করছে, কখনো টেনশন হচ্ছে আবার কখনো এক্সসাইটেডও লাগছে। গান ও ট্রেলারের নিচে দর্শকের মন্তব্যগুলো পড়ে সাহস পাচ্ছি।’
ছবির পরিচালক সৈকত নাসির ও সহশিল্পী বুবলীর সহযোগিতা তাঁকে অনেক সাহায্য করেছে বলে জানান তিনি। পরিবারের সবাইকে নিয়ে তালাশ-এর প্রথম শো দেখতে চান আদর।

তালাশ দিয়েই অভিষেক হতে যাচ্ছে আরেক নবাগত আসিফ আহসান খানের। আসিফ ২০১০ সালের ‘ইউ গট দ্য লুক’ চ্যাস্পিয়ন। বিজয়ী হওয়ার পরপরই লেখাপড়া করতে যুক্তরাজ্যে চলে যান তিনি।

আসিফ আহসান খান

সেখান থেকে ফিরে ২০১৯ সালে ফটোশুট, র্যাম্প ও টেলিভিশন বিজ্ঞাপনে মডেলিং শুরু করেন। আসিফ বলেন, ‘সিনেমায় ভালো করতে হলে অভিনয়টা জানা দরকার। এ জন্যই অভিনয় শিক্ষার স্কুল ‘চারুনীড়ম’–এ ভর্তি হই। পরিচালক সৈকত নাসির এই ছবিতে কাজের সুযোগ করে দেন।’
চিত্রনাট্য শক্তিশালী হওয়ায় প্রথম ছবি দিয়েই দর্শক গ্রহণযোগ্যতা পাবেন বলে মনে করছেন এই নবাগত। ছবিতে বুবলীর স্বামীর চরিত্রে দেখা যাবে আসিফকে।’