এবার খুশিতে কাঁদলেন রিয়াজের সঙ্গে কান্না করা সেই শিল্পী

রিয়াজকে জড়িয়ে ধরা ষাটোর্ধ নাজিম উদ্দীন এবার খুশিতে কাঁদছেন।
ছবি: মনজুরুল আলম

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সহশিল্পীদের সঙ্গে নাচছিলেন অভিনয়শিল্পী রিয়াজ। সেই সময় রিয়াজ জানতে পারেন, এই সহশিল্পীরা ভোটাধিকার থেকে বঞ্চিত। দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে জড়িত এসব সহকারী শিল্পীর অধিকার ফেরানোর দাবিতে কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন রিয়াজ। তাঁর সঙ্গে কাঁদতে থাকেন অন্যরাও। তাঁদের মধ্যে রিয়াজকে জড়িয়ে ধরা ষাটোর্ধ নাজিম উদ্দীনের কান্না সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের হৃদয় ছুঁয়ে যায়। সেই অভিনেতা এবার খুশিতে কাঁদছেন।

শনিবার রাত ৮টায় নাজিম উদ্দীনের সঙ্গে এফডিসি পরিচালক সমিতির সামনে কথা হয়। তখন চারপাশ নিপুণের বিজয়ের স্লোগানে মুখরিত। তখন তিনি কাঁদছিলেন। কী হয়েছে আপনার, কাঁদছেন কেন? কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, ‘ঈদের মতো খুশি লাগছে। জায়েদ খানরা আমাদের অন্যায়ভাবে বাদ দিয়েছিল। একসময় এফডিসিতে অনেকেই আসতে পারতাম না। নির্বাচনের আগে থেকে আমি কাঞ্চন ভাই আর নিপুণ আপার জন্য দোয়া করেছি। তাঁরা যেন নির্বাচিত হন। আজ নিপুণ আপার বিজয়ে আমার ঈদের মতো আনন্দ লাগছে। এটা সত্যের জয়। সত্যকে ঠেকানো যায় না।’

দীর্ঘদিন চলচ্চিত্রের সঙ্গে জড়িত এসব সহকারী শিল্পীর অধিকার ফেরানোর দাবিতে কথা বলার একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন রিয়াজ
ছবি: সংগৃহীত

এ সময় পাশ থেকে আরেকজন বলেন, ‘এখন আমাদের ১৮৪ জন শিল্পীর কান্না থামবে। আমাদের একটা পথ হবে। আমরা শতভাগ নিশ্চিত।’ তখন নাজিম আবার বলতে থাকেন, ‘আমাদের আশা পূরণ হয়েছে। আমরা এখন শিল্পী হয়ে মরতে পারব। সেই সম্মানটা পাব। আমাদের দুঃখ বোঝার মতো মানুষেরা এখন সমিতি চালাবেন। এর চেয়ে শান্তি আর কী আছে। নিপুণ আপার কাছে আমাদের আবেদন, আমাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, সেটার বিচার হোক।’

গত নির্বাচনের আগে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটাধিকার থেকে বাদ পড়েছিলেন ১৮৪ জন অভিনয়শিল্পী
ছবি: মনজুরুল আলম

গত নির্বাচনের আগে চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটাধিকার থেকে বাদ পড়েছিলেন ১৮৪ জন অভিনয়শিল্পী। তাঁরা সিনেমায় ছোট চরিত্রে অভিনয় করেন। কুলি, গৃহপরিচারিকা, রিকশাচালক, বস্তির লোকজনের দু–একটি দৃশ্যে বা দূর দিয়ে হেঁটে যাওয়ার দলে অভিনয় করেন তাঁরা। তাঁদের বলা হয় ‘এক্সট্রা’ চরিত্রের অভিনয়শিল্পী। তাঁরা কেউ কেউ ৪০–৫০ বছর ধরে হাজারের মতো সিনেমায় অভিনয় করেছেন। তাঁদের সদস্যপদ বাতিলের পর এফডিসিতে প্রবেশেও বাধা আসে। দুই বছরের বেশি সময় ধরে মনে কষ্ট পুষে রেখেছিলেন। তাঁরাই আজ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্পাদক পদে নিপুণের বিজয়ে কাঁদছেন।

বাংলাদেশের প্রথম সিনেমা ‘মুখ ও মুখোশ’–এর অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে বুলু বারী
ছবি: মনজুরুল আলম

বাংলাদেশের প্রথম সিনেমা ‘মুখ ও মুখোশ’–এর অভিনেত্রী বিলকিস বারীর মেয়ে বুলু বারী আছেন বঞ্চিত শিল্পীদের দলে। বুলু বারী বলেন, ‘আমি অনেক নির্বাচন দেখেছি। কিন্তু এমন টাকা দিয়ে ভোট কেনার নির্বাচন দেখিনি। আমি নিপুণের বিজয়ে খুশি। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে প্রথম নিপুণ আন্টি মহিলা সাধারণ সম্পাদক পদে বসছেন। তিনি আমাদের অবস্থা জানেন। এবার আমরা ন্যায়বিচার পাব।’