‘এমনই এক ধাঁধা’য় নিরব–তমা
নতুন গান প্রকাশিত হবে সংগীতশিল্পী এস আই টুটুলের। ‘এমনই এক ধাঁধা’ শিরোনামের এই গানে মডেল হয়েছেন নিরব ও তমা মির্জা। সম্প্রতি সিলেট শহর, রেলস্টেশন ও সেখানকার ভোলাগঞ্জে গানটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। এটি নিরব ও তমার প্রথম কোনো গানের ভিডিও।
নিরব বলেন, ‘টুটুল ভাইয়ের গাওয়া একটি অসাধারণ গানে অংশ হতে পেরে ভালো লেগেছে। বেশ বড় আয়োজনে এই গানের ভিডিওর শুটিং হয়েছে। সাধারণত এক দিনে একটি গানের শুটিং করা হয়, কিন্তু এই গান আমরা তিন দিন ধরে শুটিং করেছি। ট্রেনের বগিও ভাড়া করা হয়েছে। শ্রোতা ও ভক্তরা শ্রুতিমধুর একটি গানের পাশপাশি নান্দনিক একটি ভিডিও চিত্র দেখতে পাবেন।’
‘এমনই এক ধাঁধা’ গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন তাপস। প্রযোজনা করেছেন ফারজানা মুন্নী। এর আগে নিরব ও তমা একসঙ্গে চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। প্রথম যে চলচ্চিত্রে অভিনয় করেছেন, সেটি হলো ‘বলো না তুমি আমার’। এরপর তাঁরা দুজন ‘তোমার মাঝে আমি’, ‘নদীজন’ ও ‘গেইম রিটার্নস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।