এসেছে অপু-নিরব জুটির ছায়াবৃক্ষ চলচ্চিত্রের পোস্টার

শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজও প্রায় শেষ। আগামী জুলাইয়ে ‘ছায়া বৃক্ষ’ ছবিটির মুক্তির কথা ভেবে রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্র। তার আগে প্রথম ঝলক পোস্টার প্রকাশিত হলো। গতকাল শুক্রবার দুপুরে ফেসবুকে ছবির পোস্টার প্রকাশিত হয়। চা–বাগানের শ্রমিক বেশে ছবির চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের একটি স্থিরচিত্র দিয়ে প্রকাশ করেছে পোস্টার।
ছবির পরিচালক বন্ধন বিশ্বাস বলেন, ‘শুরুতে ছবির একটি গান প্রকাশ করার কথা ছিল। কিন্তু সিদ্ধান্ত বদল করে এখন পোস্টার প্রকাশ করলাম। আগামী জুলাই মাসের শুরুতে ছবিটি মুক্তি দিতে চাই। তার আগে দর্শক আগ্রহ বাড়াতে নানাভাবে ছবিটির বিভিন্ন খবর দর্শকের সামনে তুলে ধরতে চাই। কিছুদিন পর ছবির গান প্রকাশ করার ইচ্ছা। পর্যায়ক্রমে নানা কিছু আসবে ছবির।’

ছবিতে চা-শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন অপু বিশ্বাস। চুক্তিবদ্ধ হওয়ার সময় চরিত্রটির জন্য পরিচালকের পরামর্শে ওজন কমানোর যুদ্ধে নেমেছিলেন তিনি। অপু বলেন, ‘দীর্ঘদিন ধরে ওজন কমাব কমাব বলে আসছিলাম, কিন্তু করোনার কারণে কোনো শুটিং না থাকায় চাপ বোধ করিনি। সময়ও হচ্ছিল না। শুটিংয়ের তারিখ চূড়ান্ত হওয়ার পর বাধ্য হয়ে ওজন কমানোর যুদ্ধ শুরু করি। এই যুদ্ধে সফলও হই।’

‘ছায়াবৃক্ষ’ ছবির দুই চরিত্রে অভিনেত্রী অপু বিশ্বাস ও নীরব। ছবি : সংগৃহীত

নিরব এর আগে বেশির ভাগ বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করেছেন। এই প্রথম তিনি একজন চা-বাগানের শ্রমিকের চরিত্রে অভিনয় করলেন। তিনি বলেন, ‘চা-শ্রমিক হিসেবে আমাদের দেশে এক বিশাল জনগোষ্ঠী কাজ করছেন। তাঁদের অনেক অজানা বিষয় জানা যাবে এ ছবির মাধ্যমে। আমি নিজেও অনেক নতুন কিছু জেনেছি। পুরো ছবিটি দারুণ হয়েছে। দর্শকেরা উপভোগ করবেন।’

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ কুমার বড়ুয়া জানালেন, ঈদের পরপরই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে ছায়া বৃক্ষ। আর চাঁদরাত ১২টার পরই এ ছবিতে ইমরান ও কোনালের গাওয়া একটি গান প্রকাশ করা হবে। প্রযোজক বললেন, ‘“ছায়া বৃক্ষ” চলচ্চিত্রের পক্ষ থেকে গানপ্রেমীদের জন্য ঈদ উপহার হিসেবে গানটি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। ঈগল মিউজিকের ইউটিউব থেকে গানটি উপভোগ করতে পাবেন শ্রোতারা।’

নিরব-অপু বিশ্বাস ছাড়াও ‘ছায়াবৃক্ষ’তে আরও অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ। ‘ছায়াবৃক্ষ’- চলচ্চিত্রে আরেকটি গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর ও কিশোর। এ ছবিতে আছে ফজলুর রহমান বাবুর গানও।

ছায়াবৃক্ষ সিনেমা শুটিংয়ের

২০১৯-২০ সালের সরকারের অনুদানের এ ছবিতে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, নওশাবা, সুমিত প্রমুখ।