চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রে গেলেন মৌসুমী

মৌসুমী

যুক্তরাষ্ট্রে গেলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সদস্য ও চিত্রনায়িকা মৌসুমী। আটলান্টায় ছোট বোন ইরিন জামানের সঙ্গে থাকেন তাঁর মা। মায়ের শরীরটা ভালো যাচ্ছে না। সেই খবর শুনে মায়ের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার রাতে ঢাকা ছেড়েছেন তিনি। এর আগে শিল্পী সমিতির সভাপতি বরাবর ছুটি চেয়ে দরখাস্ত দিয়ে গেছেন এই নায়িকা।
মৌসুমীর বরাত দিয়ে তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘আমার শাশুড়ির শরীরটা ভালো যাচ্ছে না। মায়ের পাশে থেকে সময় দেওয়ার জন্যই মৌসুমী যুক্তরাষ্ট্রে গেছে। প্রথমে গিয়ে নিউইয়র্কে এক আত্মীয়ের বাসায় উঠবে। তিন–চার দিন থেকে আটলান্টায় তার মায়ের কাছে চলে যাবে।’

মৌসুমী। ছবি- সংগৃহীত

এই অভিনেতা জানান, আগামী ২১ মার্চ দেশে ফেরার কথা মৌসুমীর। ফিরেই ২৩ মার্চ ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার ইচ্ছা আছে তাঁদের পুরো পরিবারের। ওমর সানী বলেন, ‘আমার ছেলে ফারদিনের প্রথম বিবাহবার্ষিকীতে মক্কায় ওমরাহ পালন করব। এটি আমার ছেলের ইচ্ছাতেই হচ্ছে।’

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ২২৫ ভোট পেয়ে কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মৌসুমী। আগামী ৪ মার্চ নতুন কমিটির প্রথম মিটিং হবে এফডিসি শিল্পী সমিতির কার্যালয়ে। নতুন কমিটির প্রথম মিটিংয়েই উপস্থিত থাকতে পারছেন না মৌসুমী। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে গত বৃহস্পতিবার বিকেলে সমিতির সভাপতি বরাবর দেড় মাসের ছুটি চেয়ে একটি দরখাস্ত দিয়েছেন এই অভিনেত্রী।

ওমর সানীর সাক্ষাৎকার পড়ে অবাক হয়েছিলেন মৌসুমী।
ছবি : কবির হোসেন

এ ব্যাপারে ওমর সানী বলেন, ‘মৌসুমীর মায়ের শরীর খারাপ। মায়ের সঙ্গে দেখা করতে তাকে যেতে হয়েছে। আমি ও মৌসুমী দুজনই সাংগঠনিক মানুষ। সংগঠনের প্রতি শ্রদ্ধা রেখে সমিতির সভাপতি বরাবর দেড় মাসের ছুটি চেয়ে সমিতির অফিসে দরখাস্ত দিয়েছি। এতটুকুই।’

স্বামী ওমর সানীর সঙ্গে মৌসুমী। ছবি: ফেসবুক থেকে নেওয়া

দরখাস্ত পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সমিতির অফিস সহকারী জাকির হোসেন বলেন, ‘গত বৃহস্পতিবার মৌসুমী ম্যাডামের সহকারী আরিফ দরখাস্ত দিয়ে গেছেন। আমি সঙ্গে সঙ্গে সভাপতি স্যারকে ফোনে বিষয়টি জানিয়েছি। স্যারও দরখাস্তটি হাতে পেয়েছেন।’

ডিপজল ও মৌসুমী। ছবি: সংগৃহীত

প্রথম মিটিংয়ে উপস্থিত থাকতে না পারলে সমস্যা হবে কি না, এ ব্যাপারে সভাপতি ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ছুটির আবেদন পেয়েছি। কার্যকর হবে মিটিংয়ে। আগামী ৪ মার্চ মিটিংয়ে আবেদনটি ওঠানো হবে। তা ছাড়া একটি মিটিংয়ে সমস্যা হওয়ার কিছু নেই। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কমিটির কোনো সদস্য পরপর তিন ক্যাবিনেট মিটিংয়ে অনুপস্থিত থাকলে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।’

মেয়ে ফাইজার সঙ্গে ওমর সানি ও ছেলে ফারদিনের সঙ্গে মৌসুমী