টিউশনি থেকে আয় আমার প্রথম আয়

অভিনেত্রী ইয়ামিন হক ববির আজ জন্মদিন
ছবি: ফেসবুক

অভিনেত্রী ইয়ামিন হক ববির আজ জন্মদিন। কত বছরে পড়লেন প্রশ্ন করতেই মুখে একগাল হাসি। বললেন, ‘আমি ৩২। আর আমি বয়স নিয়ে ভাবি না। জীবনে কী করলাম, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। তারকাদের বয়স লুকানো যায় না। চেষ্টাও করি না। বরং আমার বয়স সার্টিফিকেটে কিছুটা বেশি।’ সবার সার্টিফিকেটে বয়স কিছুটা হলেও কম থাকে। আপনার উল্টো কেন? ‘আমার মা আমাদের তিন বোনকে নিয়ে খুবই সচেতন ছিলেন। এক্সট্রা কেয়ার করতেন। আমরা একটু বড় হতেই মা বয়স বাড়িয়ে স্কুলে ভর্তি করিয়ে দেন,’ বলেন ববি।

মা আপনার ভবিষ্যতের জন্য এতটা যত্নবান ছিলেন। মা কি এখন আপনার অভিনয়ে খুশি? প্রশ্ন শুনেই কিছুটা নীরব থেকে ববি বলেন, ‘আমাদের দুই বোনের একজন চিকিৎসক হয়েছেন। একজন আর্কিওলজিস্ট। শুধু আমিই অভিনয় করি। আমার জন্য মায়ের অনেক কষ্ট। হয়তো তিনি আমাকে অন্য পেশায় দেখতে চেয়েছিলেন। এখন আর অভিনয় নিয়ে কিছু বলেন না। পরিবার থেকে সহযোগিতা পাই।’

প্রথম ছাত্র পড়িয়ে টিউশনি থেকে আয় করেন ববি
ছবি: ফেসবুক

ববি অভিনয় ক্যারিয়ার শুরু করেন ২০১০ সালে। তারপরে ২০১৪ সালের জন্মদিন এখনো স্মরণীয় হয়ে আছে। সেবার মামা, খালা বা অন্য আত্মীয়ের কাছে বোঝা হয়ে আছে, এমন অনেকগুলো এতিম শিশুর পাশে দাঁড়ান এই অভিনেত্রী। ববি বলেন, ‘সেদিন মনে হয়েছিল, আমি বিশ্বজয় করে ফেলেছি। এতিমের মুখে হাসি ফোটানোর সেই দিনের কথা বারবার মনে পড়ে। এখন নিয়মিত মানুষের পাশে থাকার চেষ্টা করি।’

আপনি কি অভিনয় থেকেই প্রথম আয় করেন? ‘না না,’ বলিষ্ঠ কণ্ঠে উত্তর দেন ববি। ‘অভিনয় শুরুর আগে থেকেই আমি টাকা আয় করছি। প্রথম ছাত্র পড়িয়ে টিউশনি থেকে আয়। তারপর তো বিজ্ঞাপন, ফ্যাশন মডেল হয়ে আয় করেছি। সব সময় স্বনির্ভর হয়ে বেঁচে থাকার চেষ্টা করেছি। পরিবারের ওপর নির্ভরশীলতা কমিয়েছি। আমি মনে করি, নিজের মতো করে প্রতিটি মেয়ের থাকা ও ভাবা উচিত।’

জন্মদিন মানেই ববির বাসায় নানান উপহার
ছবি: ফেসবুক

জন্মদিন মানেই ববির বাসায় নানান উপহার। দেশে ও প্রবাসে থাকা ভক্তদের উপহারের সঙ্গে অনেক সময় পেয়ে থাকেন চিরকুট। আজ দিনটি বাসায়ই কাটছে। সন্ধ্যায় কিছু আয়োজন আছে। জন্মদিনে প্রেমের প্রস্তাব পেয়েছেন? উত্তর দিতে দেরি করেন না ববি, ‘অনেক অনেক। অনেক আগে থেকেই জন্মদিনে অনেক প্রেমের প্রস্তাব পাই। এই দিনে প্রেমের প্রস্তাব আমার কাছে অদ্ভুত মনে হয়। প্রেমের প্রস্তাব লিখে সুন্দর ভাষায় জন্মদিনের শুভেচ্ছা জানায়। এমন দিনে এমন প্রেমের প্রস্তাব ধন্যবাদ দিয়ে ‘‘না’’ করে দিতে হয়।’

আর ক্যারিয়ারে কত কিছুই তো করার বাকি
ছবি: ফেসবুক

দিনটিতে প্রথম কী মনে পড়ে? ‘দুই বছর হলো বাবা নেই। মা-বোনেরা দেশের বাইরে। তাদের জন্য মন খারাপ থাকে। আর ক্যারিয়ারে কত কিছুই তো করার বাকি। সেগুলো কতটা করতে পারব, ভাবছি। অভিনয়শিল্পী হিসেবে ভালো চিত্রনাট্যের জন্য এখনো অপেক্ষা করছি। বিশেষ করে দিনটিতে মানুষের ভালোবাসা, কেয়ার ভালো লাগে। এখানেই জীবনটা অন্য রকম মনে হয়।’ কথা শেষে ববি জানালেন, তিনি আগামী মাস থেকে শুটিংয়ে ফিরবেন।