ঢালিউডের ছবিতে গাইলেন বলিউডের জুবিন

জুবিন নটিয়াল
ইনস্টাগ্রাম থেকে

প্রথম বাংলাদেশের সিনেমায় গাইলেন এ সময়ের আলোচিত বলিউডের সংগীতশিল্পী জুবিন নটিয়াল। ছবির নাম ‘অন্তরাত্মা’। গানের শিরোনামও ‘অন্তরাত্মা’। গানটির সুর ও সংগীত করেছেন কলকাতার ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি জানালেন মুম্বাইয়ের একটি স্টুডিওতে গেল মাসে গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন। গানটি লিখেছেন রবিউল ইসলাম।
বাংলাদেশের হাবিব ওয়াহিদ ও অর্ণবের গানে এর আগে সংগীতায়োজন করেছেন ইন্দ্রদীপ। ‘আয়নাবাজি’ ছবির আবহও তাঁর করা।

‘অন্তরাত্মা’ ছবির গানটি করা প্রসঙ্গে কলকাতা থেকে হোয়াটসঅ্যাপে এই সংগীত পরিচালক বলেন, ‘ছবির প্রযোজক আমাকে ও জুবিনকে দিয়ে গানটি করতে চেয়েছেন। বিষয়টি ছবির পরিচালক আমাকে জানান। এ নিয়ে পরিচালকের সঙ্গে অনেকবার অনলাইনে কথা হয়। ছবির নায়ক শাকিব খানও গানটির জন্য একবার ফোন দিয়েছিলেন আমাকে।’

ঈদে মুক্তির জন্য তৈরি হচ্ছে ‘অন্তরাত্মা’ সিনেমাটি
ছবি: সংগৃহীত

ইন্দ্রদীপ বলেন, ‘অনেক দিন পর পুরো বাণিজ্যিক ছবির গানের সংগীত পরিচালনা করলাম। জুবিন বর্তমান সময়ে বলিউডের জনপ্রিয় গায়ক। এ জন্য সময় নিয়ে গানটির সুর ও সংগীতের কাজ করেছি।’

জুবিন নটিয়াল
ইনস্টাগ্রাম থেকে

জুবিনের সঙ্গে এই সংগীত পরিচালকের এটাই প্রথম কাজ। তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ইন্দ্রদীপ বলেন, ‘অনলাইনে জুবিনের সঙ্গে যখন গানটি নিয়ে কথা হয়, তখন তিনি জানিয়েছিলেন গানের কথা ও মিউজিক পছন্দ হলে করবেন। এরপর তাঁকে সবকিছু পাঠাই। প্রায় দুই মাস পর গানটি করে আমাকে পাঠান। একটু কারেকশন ছিল। পরে ঠিক করে দিয়েছেন। আমাদের সামনাসামনি দেখা হয়নি। সবকিছু অনলাইনেই করেছি। গানটির করার পর জুবিনও খুশি। এক ভিডিও বার্তায় সেই অনুভূতির কথা জানিয়েছেন আমার কাছে।’

গানটি করার পর মুম্বাই থেকে এক ভিডিও বার্তায় জুবিন বলেছেন, ‘বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। “অন্তরাত্মা” ছবির টিমের জন্য শুভকামনা। ’

পাবনায় অন্তরাত্মা ছবির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে দর্শনা বণিক
ছবি : সংগৃহীত

ছবিটির চিত্রনাট্য ও পরিচালনার কাজ করেছেন ওয়াজেদ আলী। পরিচালক জানান, ছবির শুটিং ও ডাবিং শেষ। সম্পাদনার কাজ চলছে। ছবিটির কাহিনি লিখেছেন সোহানী হোসেন, সংলাপ ফেরারি ফরহাদ। অভিনয় করেছেন শাকিব খান, দর্শনা বণিক (ভারত), অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ।