‘তালাশ’ শেষে এবার ‘লোকাল’

‘লোকাল’ চলচ্চিত্রের শুটিংয়ের আগে ফটোশুটে অংশ নেন বুবলী ও আদর
ছবি : সংগৃহীত

শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তালাশ’ এখনো মুক্তি পায়নি। এর মধ্যে জানা গেল, নতুন আরেকটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা। তারই অংশ হিসেবে ফটোশুটে অংশ নেন বুবলী ও আদর। ‘লোকাল’ নামের এই চলচ্চিত্রের পরিচালক সাইফ চন্দন। কাল ঢাকায় এই চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে। এরপর নায়ক–নায়িকাসহ পুরো ইউনিট নিয়ে চলে যাবে রাজশাহী। সেখানে টানা শুটিং করেই ঢাকায় ফিরবে পুরো ইউনিট।

‘লোকাল’ চলচ্চিত্রের শুটিংয়ের আগে ফটোশুটে অংশ নেন বুবলী ও আদর
ছবি : সংগৃহীত

কাল বুধবার থেকে ঢাকায় ‘লোকাল’ চলচ্চিত্রের শুটিং শুরু হলেও বুবলী ও আদর অংশ নেবেন ১০ মার্চ থেকে। আদর আজাদ জানালেন, চলচ্চিত্রের শুটিংয়ের কারণে এবারই প্রথম তাঁকে রাজশাহীতে যেতে হবে। আদর বলেন, ‘বুবলী ও আমার প্রথম চলচ্চিত্র এখনো মুক্তি পায়নি। তবে দুটি গান মুক্তি পেয়েছে। গান দুটি মুক্তির পর দর্শকের কাছ থেকে যেমন পজিটিভ সাড়া পেয়েছি। তেমনি কয়েকজন পরিচালক–প্রযোজকও আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি পছন্দ করেছেন। তাই নতুন ছবিতে অভিনয়ের প্রস্তাব পাচ্ছি, এটা নিঃসন্দেহে ভীষণ ভালো লাগার।’
বুবলী বললেন, ‘কয়েক দিন ধরে এই চলচ্চিত্র নিয়ে পরিচালকের সঙ্গে কথা হচ্ছিল। অন্য রকম একটা গল্প। মহল্লার রাজনৈতিক প্রেক্ষাপটের। ভিন্নধর্মী মনে হওয়াতে কাজটি করতে সম্মত হই। এই পরিচালকের আরেকটি চলচ্চিত্র “কয়লা”র কাজ করেছি। আমার কাছে মনে হয়েছে, পরিচালক কী করতে চান, সে বিষয়ে তাঁর পরিষ্কার ধারণা আছে। অন্য রকম একটা কমফোর্ট আছে।’

‘লোকাল’ চলচ্চিত্রের শুটিংয়ের আগে ফটোশুটে অংশ নেন বুবলী ও আদর
ছবি : সংগৃহীত

চলচ্চিত্রের গল্প প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘এটা রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে।’ বুবলীর সঙ্গে প্রথম চলচ্চিত্রে কাজের অভিজ্ঞতা জানিয়ে আদর বলেন, ‘কাজের সময় বুঝতেই পারিনি, তাঁর সঙ্গে আমার প্রথম কাজ। কারণ, কাজের সময় এত এত সহযোগিতা পেয়েছি তাঁর কাছ থেকে, প্রথম কাজ করছি, ফিলই হয়নি। এমন একজন সহশিল্পীর সঙ্গে আবার কাজ করতে পারাটা নিঃসন্দেহে ভীষণ ভালো লাগার।’

‘লোকাল’ চলচ্চিত্রের চুক্তি স্বাক্ষর শেষে পরিচালক সাইফ চন্দনের সঙ্গে বুবলী
ছবি : সংগৃহীত

‘লোকাল’ চলচ্চিত্রের গল্পে তুলে ধরা হবে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষের সংগ্রাম, জীবনযাপনসহ তাদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে। এ জন্যই এর নাম ‘লোকাল’ রাখা হয়েছে বলে জানালেন পরিচালক সাইফ চন্দন। এই চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ, প্রযোজনা টাইগার মিডিয়ার।