দুঃখ–কষ্টের মধ্যেও নায়িকাকে হাসতে হয়...

চিত্রনায়িকা ববি
ছবি: ফেসবুক থেকে

নায়িকারাও মানুষ। তাঁরা ভিনগ্রহের কেউ নন। হাসি–আনন্দের বাইরে তাঁদেরও আছে দুঃখ–কষ্ট। নতুন চলচ্চিত্রে চিত্রনায়িকা ববির চরিত্রের মধ্য দিয়ে এ বিষয়ই পর্দায় তুলে ধরা হবে। কাল মঙ্গলবার থেকে ‘ময়ূরাক্ষী’ নামের এই চলচ্চিত্রের শুটিং শুরু হচ্ছে। বিএফডিসিতে সকাল থেকে এই চলচ্চিত্রের দৃশ্যধারণের কাজ শুরু হবে। প্রথম আলোকে এমনটাই নিশ্চিত করেছেন চিত্রনায়িকা ববি।
‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের মাধ্যমে দুই বছর পর নতুন কোনো চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন ববি। তিনি বললেন, ‘এই চলচ্চিত্রে আমাকে একজন জনপ্রিয় নায়িকা চরিত্রে দেখা যাবে। তাঁর পর্দার জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনটা কেমন, সেটাই এখানে তুলে ধরা হবে। নানান দুঃখ–কষ্টের মধ্যেও নায়িকাকে হাসতে হয়, সেটাই থাকবে এই চলচ্চিত্রে।’

চিত্রনায়িকা ববি
ছবি : ফেসবুক থেকে

ববি বলেন, ‘আমার অভিনয়জীবনের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র এটি। এই সিনেমার চরিত্র সবারই চেনা, তাই আমাকে প্রস্তুতিও নিতে হচ্ছে সেভাবেই। একজন নায়িকার জীবন যতই ঝলমলে হোক, তার পেছনে থাকে অনেক চড়াই-উতরাই। সেই সংকটগুলো পর্দায় বাস্তবসম্মতভাবে তুলে ধরা সত্যি চ্যালেঞ্জিং। তবে আমাদের সবার সেই চেষ্টায় কোনো ত্রুটি থাকবে না। সিনেমার গল্পে নিজেকে নতুন লুকেও হাজির করতে যাচ্ছি।’
‘ময়ূরাক্ষী’ নিয়ে ববির ভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমিও চাই চরিত্রটি সঠিকভাবে ফুটিয়ে তুলতে। দর্শকের ভালোবাসা আদায় করাটাই আমার প্রধান টার্গেট। তবে এই চলচ্চিত্রের গল্পটা বেশ দারুণ, মুক্তির পর দর্শকের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও আদায় করতে পারে।’

ববি ও সুদীপ
ছবি: কোলাজ

দুই বছরের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় না করলেও বিজ্ঞাপনচিত্রে ঠিকই কাজ করেছেন এই চিত্রনায়িকা। ববি বললেন, ‘চলচ্চিত্রের শুটিং বেশ বড় আয়োজনে করতে হয়। করোনার মধ্যে শুটিংয়ে অংশ নিতে চাইনি। চারপাশের মৃত্যু, আক্রান্ত মানুষ দেখে কষ্ট লাগত। সাহস পেতাম না। তা ছাড়া এর মধ্যে যে প্রস্তাবগুলো পেয়েছি, সবই গতানুগতিক চরিত্র। যে গল্পগুলো আমাকে টানবে না, সে চরিত্রে আর অভিনয় করব না। করলে নতুন কিছু করব। কারণ, এখন কাজের ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। দর্শকের রুচির পরিবর্তন হচ্ছে। এ জন্য বাস্তবসম্মত গল্পে এখন অভিনয় করতে চাই।’
‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের পরিচালক রাশীদ পলাশ। এই চলচ্চিত্রে ববির বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস।

চিত্রনায়িকা ববি
সংগৃহীত