দ্যাখো, সারেং ছাড়া জাহাজ চলে কার ইশারায়...

শফি মণ্ডল

‘দ্যাখো, সারেং ছাড়া জাহাজ চলে কার ইশারায়, কিসের বলে...।’ দেওয়ান লালন আহমেদের এমন লেখার গানে কণ্ঠ দিলেন বাউলশিল্পী শফি মণ্ডল। গানটির সুর করেছেন ইমন চৌধুরী। সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে ব্যবহার করা হচ্ছে গানটি। গত সোমবার রাতে রাজধানীর একটি স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে।
শফি মণ্ডল বলেন, ‘এটি একটি আধ্যাত্মিক গান। এর মধ্যে সুন্দর দর্শন আছে। গানের কথার মর্মে বলা যেতে পারে মনের গতিতে গাড়ি চলে, অর্থাৎ দেহের গাড়ি। সুন্দর একটি গান। লেখা ও সুরের মধ্যে ভিন্নতা আছে।’ এই গায়কের মতে, এত সুন্দর মর্মের কথা ও সুরের গান আগে গাওয়া হয়নি তাঁর।
সিনেমার গানে সাধারণত খুব একটা দেখা যায় না লালন ও ফোক গানের শিল্পী শফি মণ্ডলকে।

সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে ব্যবহার করা হচ্ছে গানটি

এ ব্যাপারে তিনি বলেন, ‘সিনেমার গান গাইতে আমার ভালো লাগে। কিন্তু এখনকার সিনেমায় আমার ঘরানার গান তো খুব একটা হয় না। তা ছাড়া এ বয়সে সিনেমার গান করতে পারব, সেটাও ভাবিনি। দু-একটি গান করতে পারছি, সেটাই আমার ভালো লাগা।’ এর আগে ‘মধ্যবৃত্ত, ‘কাঠবিড়ালি’, ‘ঘেটুপুত্র কমলা’সহ ডজনখানেক ছবিতে গান গেয়েছেন শফি মণ্ডল।

শফি মণ্ডল

গানটির গীতিকার দেওয়ান লালন আহমেদ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। গানটি প্রসঙ্গে লালন বলেন, ‘সিনেমার কাহিনির সঙ্গে সামঞ্জস্য রেখে গানটি লিখেছি। যেখানে লোককথার মাধ্যমে সহজভাবে গভীরতম ভাব ও দর্শন তুলে ধরার চেষ্টা করেছি।’ ব্যান্ড ফিডব্যাকের লুমিনের গাওয়া ‘পাসওয়ার্ড’ গানটির জন্য ২০২০ সালের ‘চ্যানেল আই সেরা গীতিকার’ পুরস্কার লাভ করেন লালন। গান লেখার পাশাপাশি এরই মধ্যে সাতটি বই প্রকাশিত হয়েছে লালনের।
মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি পরিচালনা করেছেন রায়হান জুয়েল। ছবিতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পরীমনি প্রমুখ।