পদ্মার স্রোতে ভেসে যাওয়া অভিনেতা অন্তুর লাশ পাওয়া গেছে
গতকাল কুষ্টিয়ার পদ্মা নদীর স্রোতে নিখোঁজ তরুণ অভিনেতা অনন্ত মনির আহমেদের লাশ আজ খুঁজে পাওয়া গেছে। তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। জানিয়েছেন অনন্তের বন্ধু সৌরভ সরকার ও নির্মাতা নুরুল আলম আতিক।
সৌরভ সরকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘আমরা লাশ নিয়ে আসছি। রাতে দাফন হবে।’ এর বেশি তিনি কথা বলতে পারলেন না। একসঙ্গেই কুষ্টিয়া গিয়েছিলেন তাঁরা।
পুরান ঢাকার বাসিন্দা অনন্ত মনির আহমেদ বন্ধুমহলে অন্তু নামেই পরিচিত। শৈশব থেকেই তিনি সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি প্রাচ্যনাট নাট্যদলের সদস্য ছিলেন। সর্বশেষ ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছিলেন।
‘লাল মোরগের ঝুঁটি’র পরিচালক নুরুল আলম আতিক বলেন, ‘সে আমার সিনেমায় অভিনয় করেছে। তার অভিনয় ছিল প্রশংসনীয়। তার অকালপ্রয়াণের খবর আজ শুনেছি। এ ঘটনায় আমরা মর্মাহত। যত দূর শুনেছি, তারা কুষ্টিয়াতে গিয়েছিল। পদ্মা নদীতে গোসল করতে গিয়ে গতকাল নিখোঁজ হয়। আজ তার লাশ পাওয়া গেছে। তার লাশ ঢাকায় পৌঁছালেই আজিমপুর করবস্থানে দাফন করা হবে।’
অনন্তের মৃত্যুতে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি ফেসবুকে লেখেন, ‘‘‘অন্তুর খবরটা এতক্ষণে জানিস”...না জানতাম না।
মেসেজ আসার দুঘণ্টা পর দেখেও কিছুই বুঝলাম না, কোন অন্তু/অনন্ত, কিসের খবর। খুঁজতে খুঁজতে পেলাম শেষে, ও তো আমাদের গোলাপ! আমি তো ওকে গোলাপ নামেই চিনি। আমাদের “লাল মোরগের ঝুঁটি” সিনেমায় সে গোলাপ নামের এক দুর্দান্ত চরিত্রে পাঠ করেছে।’ এর আগে অনিমেষ আইচের ‘ভয়ংকর সুন্দর’ সিনেমায় অভিনয় করেন অনন্ত।