পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে অরুণা বিশ্বাসের জিডি, করবেন মামলাও

ঢালিউড পরিচালক মালেক আফসারীর বিরুদ্ধে জিডি করেছেন অভিনয়শিল্পী ও পরিচালক অরুণা বিশ্বাস। গতকাল সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনি এ জিডি করেন। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে আমি মানহানির মামলা করব, ডিজিটাল অ্যাক্টেও মামলা করব।’ আজ মঙ্গলবার দুপুরে ক্ষিপ্ত অরুণা বিশ্বাস এসব কথা বলেন।

পরিচালক মালেক আফসারী
ছবি : সংগৃহীত

তেজগাঁও শিল্পাঞ্চল থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) উল্লেখ করা হয়েছে, এক ভিডিওতে অরুণা বিশ্বাসকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মালেক আফসারী, যা তিনি তাঁর এক ভাতিজার মাধ্যমে জানতে পেরেছেন। ভিডিওতে মালেক আফসারী ইঙ্গিতপূর্ণ এমন কিছু কথা বলেছেন, যা অরুণার ব্যক্তিগত ইমেজ ও পারিবারিক সম্মান নষ্ট করেছে। এ বিষয়ে অরুণা বিশ্বাস ফোনে কল দিলে ভিডিওটি ইউটিউব থেকে সরিয়ে ফেলেন মালেক আফসারী। এখন আর সেটি দেখা যাচ্ছে না। তাই অরুণা বিশ্বাস মনে করছেন, এ ভিডিও করার পেছনে মালেক আফসারীর কোনো দুরভিসন্ধিমূলক চিন্তা রয়েছে।

অরুণা বিশ্বাস
ফেসবুক থেকে

প্রথম আলোকে অরুণা বিশ্বাস বলেন, ‘বাড়াবাড়ির একটা সীমা থাকা উচিত। এফডিসিকে কেন্দ্র করে যা হচ্ছে, তা মোটেই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি, এসব থামা প্রয়োজন। এই ইন্ডাস্ট্রিকে এখন সবাই খেলার বিষয় বানিয়ে ফেলেছেন। সবাই মিলে কোথায় সবকিছু থামাবে, উল্টো সবকিছুতে উসকানি দিচ্ছেন। এখন কিন্তু সবকিছু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কারণ ছাড়াই এখানে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, এসব চূড়ান্ত মাত্রার বাড়াবাড়ি।’

অরুণা বিশ্বাস
ছবি : প্রথম আলো

অরুণা বলেন, ‘আমার একটা সামাজিক মর্যাদা আছে। আমাদের শিল্পীদের একটা সম্মান আছে, যা অনেক কষ্টে অর্জন করি। কিন্তু যে কেউ এসে যা খুশি তা বলে যাবে, এমনটা তো হতে দেওয়া যায় না।’