default-image

সিয়াম আহমেদ ও পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং শেষ হতে আর বাকি দুই দিন। করোনাকালে সঙ্গনিরোধের বিরতি শেষে ৩ সেপ্টেম্বর আবার শুরু হয় শুটিং। খুলনায় সেই শুটিং চলে ৮ তারিখ পর্যন্ত। এরপর ঢাকায়, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এফডিসিতে। পরিচালক জানান, আজ থেকে শেরপুরে হবে ছবির গানের দৃশ্যায়ন। এরপর শুরু হবে শুটিং–পরবর্তী কাজ।

ঢালিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন