প্রথমবারের মতো সিনেমার গানে মিজান

‘শান’ ছবির টাইটেল সং ‘আমি শান’ শিরোনামে গাইলেন মিজান
সংগৃহীত

ওয়ারফেজ ব্যান্ডের সাবেক ভোকাল মিজান প্রথম সিনেমার গানে কণ্ঠ দিলেন। ‘শান’ ছবির টাইটেল সং ‘আমি শান’ শিরোনামে গাইলেন তিনি।
জানা যায়, এই গান ২০২০ সালের শেষের দিকে একবার কণ্ঠ দিয়েছিলেন মিজান। তখন গানটি চূড়ান্ত ছিল না। আগামী ঈদুল ফিতরে ‘শান’ ছবিটি মুক্তির তালিকায় আছে। ছবিটি মুক্তির আগে ইউটিউবে গানটি প্রকাশ হওয়ার কথা আছে। তাই প্রকাশের আগে কিছুটা পরিবর্তন এনে চূড়ান্ত কণ্ঠ দিলেন তিনি।
গানটি লিখেছেন রাকিব হাসান, সুর ও সংগীত করেছেন আলভী। প্রথমবার সিনেমার গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে মিজান বলেন, ‘এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা। দেখলাম সিনেমার গানে কাজ করা ভিন্ন রকমের টেস্ট আছে। তবে কাজটি করতে গিয়ে মনে হয়েছে অতটা সহজ না।’

ওয়ারফেজ ব্যান্ডের সাবেক ভোকাল মিজান

সিনেমায় গান গাইতে সব সময়ই আগ্রহী থাকেন গানের শিল্পীরা। আপনি আরও আগে সিনেমায় গান করেননি কেন? নাকি প্রস্তাব পাননি—এমন প্রশ্নের উত্তরে মিজান বলেন, ‘অনেক প্রস্তাব পেয়েছি। কিন্তু করা হয়নি। বোঝেন না, ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলাম। নিজের কাছে একটু নাক সিটকানি ছিল। সিনেমার গান আর কী গাইব, এ ধরনের একটা ভাব ছিল। এ জন্য সিনেমায় আরও আগে গান করা হয়নি।’
তবে এখন এসে নিজের ধারণা বদলে গেছে। তিনি বলেন, ‘একটা পর্যায়ে এসে দেখলাম, ভালো করতে পারলে সিনেমার গান বেঁচে থাকে। বহু সিনেমার গান যুগ যুগ ধরে বেঁচে আছে। নিজের মধ্যে উপলব্ধি হলো, একজন মিউজিশিয়ানের গানের যেকোনো ক্ষেত্রেই কাজ করা উচিত। সিনেমার গান করে যদি আমি ভালো করতে পারি, তাহলে সেটাই আমার সফলতা।’

এদিকে সিনেমার এই গানটিতে মিজানের কণ্ঠ দেওয়া প্রসঙ্গে ছবির পরিচালক এম রাহিম জানান মিজান ভাই প্রথমে গানটি করতে রাজি ছিলেন না। বলেন, ‘যখন রাজি হলেন না, তখন মিজান ভাইকে গানটি শুনে সিদ্ধান্ত নেওয়া অনুরোধ করেছিলাম। শুনে পরে গানটি গাইতে রাজি হন।’

ওয়ারফেজ ব্যান্ডের সাবেক ভোকাল মিজান

এই পরিচালক বলেন, ‘এটি রক ঘরানার গান। আমার মনে হয়েছিল মিজান ভাইয়ের কণ্ঠেরই গান এটি। গাওয়ার পর দেখলাম তাঁর কণ্ঠে দারুণ মানিয়েছে।’ জানা গেছে আগামী মাসের মাঝামাঝিতে জাজ মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।