প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনের নতুন মোড়

২০১৯ সালের জুলাইয়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন স্থগিত করেছে সংগঠনটির নির্বাচনী বোর্ড। ১৯ মে করা এক রিটের শুনানির পর উচ্চ আদালতের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আদালতের আদেশ মেনেই ভোটার তালিকায় সংশোধন আনল নির্বাচন কমিশন। সংশোধনীতে পূর্ণাঙ্গ ১৬৯ ভোটারের মধ্য থেকে ৫১ জনকে এবং সহযোগী ৮৮ সদস্যের মধ্য থেকে ২০ ভোটার বাদ পড়লেন। গত বৃহস্পতিবার প্রযোজক সমিতির কার্যালয়ের নোটিশ বোর্ডে নির্বাচনসংশ্লিষ্ট এই সংশোধনী সাঁটা হয়েছে।

এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ বলেন, ‘হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ নির্বাচন বোর্ডের ঘোষিত তফসিলের গুরুত্বপূর্ণ ২ নম্বর শর্ত মোতাবেক ভোটার তালিকা সংশোধনের আদেশ দিয়েছিলেন। সেই আদেশ মেনেই আমরা নির্বাচনী বোর্ড ভোটার তালিকা সংশোধন করেছি। পূর্ণাঙ্গ ৫১ জন ও সহযোগী ২০ জনের ভোটাধিকার বাতিল করা হয়েছে।’

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন হতে যাচ্ছে ২৭ জুলাই

তাহলে এখন নতুন করে ভোট কবে হবে? নির্বাচন কমিশনার বলেন, ‘এখনো ঠিক করিনি। নির্বাচন কমিশনের এক সদস্য চলে গেছেন। নতুন একজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা সদস্যরা বসব। আলাপ–আলোচনা করে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের সঙ্গে দেখা করে তাঁর মতামত নিয়ে নির্বাচনের পরবর্তী তারিখ নির্ধারণ করতে হবে।’

ভোটার তালিকা সংশোধনের খবরে রিটের বাদী ও প্রযোজক পরিবেশক সমিতির সাবেক পরিচালক খোরশেদ আলম সন্তুষ্টি প্রকাশ করে জানান, ‘আদালত সঠিক আদেশ দিয়েছেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচনী বোর্ড ভোটার তালিকা সংশোধন করেছে। এখন দ্রুত নির্বাচন দিলেই আমরা প্রযোজকেরা খুশি হব।’

ভোটার তালিকা সংশোধনীতে নির্বাচনে সভাপতি প্রার্থী সেলিম খানের প্যানেল থেকে বেশির ভাগ ভোট বাতিল হয়েছে। জানা গেছে, বাদ পড়া ৫১ ভোটারের মধ্য থেকে প্রায় ৪৫ জনই তাঁর প্যানেলের। যোগাযোগ করা হলে এ নিয়ে কথা বলতে চাননি সেলিম খান। তিনি বলেন, ‘বাতিল ভোটার নিয়ে কিছুই বলব না। নির্বাচন কমিশনে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করব। নির্বাচন বোর্ডের আইন মেনেই বিষয়টি নিয়ে মোকাবিলা করব আমরা।’ ৎ

২১ মে দুই সহযোগী সদস্যসহ মোট ২১ সদস্যের কার্যকরী পরিষদ এবং ওই নির্বাচন–পরবর্তী পোর্টফোলিও অফিস বেয়ারার পদে ২৩ মে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির ২০২২-২৪ মেয়াদি নির্বাচন হওয়ার কথা ছিল।