বিমানবন্দরে মাকে পেয়ে কাঁদলেন ববি

গত বছর মা দিবসে ছবিটি ফেসবুকে পোস্ট করে ববি লিখেন, মা তুমি কবে দেশে আসবা
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির জন্য মুহূর্তটি ছিল অন্য রকম। নির্ঘুম রাতে দাঁড়িয়েছিলেন মায়ের জন্য। অপেক্ষার পালা শেষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যে মাকে জড়িয়ে ধরে কাঁদলেন এই অভিনেত্রী। এই দিনের জন্য দুই বছরের বেশি সময় অপেক্ষায় ছিলেন এই নায়িকা।

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির জন্য মুহূর্তটি ছিল অন্য রকম
ছবি: সংগৃহীত

ববির দুই বোন থাকেন অস্ট্রেলিয়ায়। তাঁদের জন্য মায়ের যাতায়াত ছিল দুই দেশেই। করোনা শুরুর আগে অস্ট্রেলিয়ায় গিয়ে আটকে যান তাঁর মা। তার পর থেকেই মায়ের জন্য অপেক্ষা। ববি বলেন, ‘বাবা মারা যাওয়ার পরে দীর্ঘদিন মা দেশের বাইরে ছিলেন। আমার কাছে বেঁচে থাকাটা এতিম মনে হতো। করোনা শুরুর পর প্রতিটি মুহূর্ত নানা দুশ্চিন্তায় থেকেছি। মাকে নিয়ে চিন্তিত ছিলাম। পুরো সময়টায় মা দেশের বাইরে ছিলেন। প্রথম দিকে আটকে পড়লেও পরে আমার দুই বোনের সন্তান হয়েছিল। তাদের কারণে মায়ের দেশে আসা পিছিয়ে যায়। আমিও যেতে পারছিলাম না। একা একা অস্থির লাগছিল।’

প্রতিদিন মায়ের সঙ্গে অনেক সময় ভিডিও কলে কথা হতো। কিন্তু প্রতিবারই ইচ্ছা করত মাকে ছুঁয়ে দেখতে
ছবি: সংগৃহীত

প্রতিদিন মায়ের সঙ্গে অনেক সময় ভিডিও কলে কথা হতো। কিন্তু প্রতিবারই ইচ্ছা করত মাকে ছুঁয়ে দেখতে। মায়ের শরীরের ঘ্রাণ নিতে। সেই চেনা ঘ্রাণ প্রায় আড়াই বছর পরে পেলেন। ‘এবার মা আসতে পারবে শুনেই অনেক খুশি হয়েছি। মনে হলো যেন প্রাণ পাচ্ছি। মা বিমানবন্দরে ল্যান্ড করার অনেক আগেই আমি ভেতরে গিয়ে অপেক্ষায় ছিলাম। প্রথম মাকে দেখে আমি কোনো কথা বলতে পারছিলাম না। মাকে ছুঁয়ে দেখি। মায়ের গায়ের গন্ধ নিই। এই সময় মা আমাকে দেখে কেঁদে ফেলেন। মাকে জড়িয়ে আমিও কাঁদতে থাকি। মা পাশে থাকলে আমার আর কিছুই লাগে না।’

ববি সম্প্রতি চুক্তি বন্ধ হয়েছেন ওয়েব ফিল্ম ‘আলপিন’ সিনেমায়
ছবি: সংগৃহীত

ববি সম্প্রতি চুক্তি বন্ধ হয়েছেন ওয়েব ফিল্ম ‘আলপিন’ সিনেমায়। বেঙ্গল মিডিয়া প্রযোজিত সিনেমাটির শুটিং শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। সিনেমায় তাঁর সহশিল্পী আনিসুর রহমান মিলন, সাঞ্জু জন প্রমুখ। এটি পরিচালনা করবেন আল হাজেন। এর মধ্যে ববিকে দেখা যাবে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘চায়ের আড্ডা’ অনুষ্ঠানে। প্রায় ৬ বছর পর বিটিভির কোনো অনুষ্ঠানে অতিথি হলেন তিনি।