মৃত্যুর ১৩ বছর পর কেন মুক্তি পাচ্ছে মান্নার শেষ ছবি

প্রয়াত অভিনেতা মান্না
ছবি: সংগৃহীত

২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক মান্না। তার এক যুগেরও বেশি সময় পর মুক্তি পাচ্ছে তাঁর শেষ সিনেমা ‘জীবন যন্ত্রণা’। ছবির প্রযোজক ও অন্যতম পরিচালক খোরশেদ আলম খসরু জানালেন, ‘গত অক্টোবরে ছবিটি সেন্সরে পাস হয়েছে। এখন মুক্তির প্রস্তুতি নিচ্ছি। যেহেতু এটি মুক্তিযুদ্ধের ছবি, তাই মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। হতে পারে সেটা ১৬ ডিসেম্বর বা ২৬ মার্চ।’

জানা যায়, মুক্তিযুদ্ধের সময়কার একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে ‘জীবন যন্ত্রণা’। ২০০৫ সালে শুরু হয়েছিল সিনেমাটির কাজ। প্রায় তিন বছর সময় নিয়ে ২০০৮ সালে শেষ হয় ছবিটির শুটিং। তবে ডাবিংয়ের কাজ শেষ করে যেতে পারেননি মান্না। পরে অন্য আরেকজনকে দিয়ে ডাবিং শেষ করানো হয়।

চিত্রনায়ক মান্না
ছবি: প্রথম আলো

২০০৮ সাল থেকে ২০২১ সাল। ছবিটির মুক্তি এত বিলম্বিত কেন, জানতে চাইলে ছবির প্রযোজক বলেন, ‘প্রথমে ছবির নাম ছিল “লীলা মন্থন”। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। কিন্তু নামটি নিয়ে সেন্সর বোর্ডের আপত্তি ছিল। নানা জটিলতার কারণে এরপর ছবিটি নিয়ে আর এগোইনি। দীর্ঘ সময় পর ছবির নাম পরিবর্তন করে “জীবন যন্ত্রণা” নামে চলতি বছরের মাঝামাঝিতে সেন্সরে জমা দিয়েছিলাম।’


তবে বিশেষ একটা সূত্র বলছে ছবির মুক্তি বিলম্বিত হওয়ার অন্য কারণও আছে। এই ছবির শুটিংয়ের কারিগরি সহায়তা ও নেগেটিভ (কাঁচামাল) বাবদ প্রযোজকের কাছে বিএফডিসির প্রায় পাঁচ লাখ টাকা পাওনা ছিল। সম্পূর্ণ টাকা পরিশোধ না করায় বিএফডিসি ছাড়পত্র দেয়নি। আর বিএফডিসির ছাড়পত্র ছাড়া ছবির সেন্সর পাস হওয়া সম্ভব ছিল না। জানা গেছে, দীর্ঘ সময় পর চলতি বছর প্রযোজক বিএফডিসির পাওনা পরিশোধ করে সেন্সরে ছবিটি জমা দেন। এ ব্যাপারে ওই প্রযোজক বলেন, ‘সত্যি কথা কী, সেন্সর বোর্ডের আপত্তির পর ছবিটি নিয়ে আমরা আর তাড়াহুড়া করিনি। যেহেতু তাড়াহুড়া ছিল না, এ জন্য বিএফডিসির পাওনাটা পরিশোধ করতে দেরি হয়ে গেছে।’

সিনেমায় অভিনয় করেছেন মৌসুমী
ছবি : প্রথম আলো

প্রযোজক বলেন, ‘এটি এক তারকাবহুল ছবি। প্রথম সারির অনেক তারকাশিল্পী এই ছবিতে অভিনয় করেছেন। এই ছবির বাজেট ছিল প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। সেই সময় মান্না ১০ লাখ, মৌসুমী ৬ লাখ, পপিকে ৫ লাখ পারিশ্রমিক দিয়েছি। সময়ের ব্যবধানের কারণে ছবিটির আবেদনও অনেকটাই নষ্ট হয়ে গেছে। এত দিন পরে মুক্তির কারণে ছবিটি থেকে অনেক বড় লোকসান গুনতে হবে।’

তারপরও ছবিটি নিয়ে ব্যাপক প্রচারণা চালাতে চান প্রযোজক। বলেন, ‘এটি মান্না অভিনীত শেষ ছবি। তাই ছবিটির ব্যাপক প্রচার–প্রচারণা করতে চাই। যাতে করে মুক্তির আগে ছবিতে মান্নার উপস্থিতি মানুষের মধ্যে একটা নতুন আগ্রহ তৈরি করতে পারে।’

মান্না
ছবি: সংগৃহীত

মান্নার সঙ্গে প্রায় ৫০টির মতো ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর। মান্নার সঙ্গে অভিনীত শেষ ছবিটি শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে, এ খবরে খুশি মিশা সওদাগর। তিনি বলেন, ‘মান্না এমন একজন মানুষ ছিলেন, যাঁর ধ্যান, জ্ঞান, ঘুম সবই চলচ্চিত্রকে ঘিরে ছিল। তিনি শুধুমাত্র চলচ্চিত্রের একজন অভিনেতাই ছিলেন না। চলচ্চিত্রের আজকের মসৃণ পথটি অনেকটাই মান্নার তৈরি করা। আমি ভাগ্যবান যে মান্নার শেষ ছবিতে তাঁর সঙ্গে কাজ করতে পেরেছি।’

‘জীবন যন্ত্রণা’ ছবিটির অপর পরিচালক জাহিদ হোসেন। ছবিতে আরও অভিনয় করেছেন মুক্তি, শাহনুর, বাপ্পারাজ, আলীরাজ, মিশা সওদাগর, আনোয়ারা, শহীদুল আলম সাচ্চু, নাসিমা খান, দীঘি প্রমুখ।