যাঁদের সঙ্গেই কথা হচ্ছে, বলছি নভেম্বরের পর

ফেরদৌস
ছবি : সংগৃহীত

করোনায় শিডিউল দিয়েও দিনের পর দিন শুটিং বাতিল করতে হয়েছে। তা ছাড়া পরিবারের কথা ভেবে করোনা পরিস্থিতিতে বড় পরিসরে শুটিংয়ে অংশ নেওয়া অসম্ভব ছিল। অসমাপ্ত সেসব সিনেমার কাজ এবার চিত্রনায়ক ফেরদৌসকে শিডিউল জটিলতায় ফেলে দিয়েছে। যে কারণে এই বছর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়া থেকে বিরত রয়েছেন এই তারকা।
ফেরদৌস বলেন, ‘দীর্ঘ সময় করোনার প্রকোপ থাকায় ঘর থেকেই বের হতে পারিনি। সেই সময় অনেক সিনেমার শিডিউল দেওয়া ছিল। প্রস্তুতি থাকা সত্ত্বেও শুটিং বন্ধ করতে হয়েছে। এখন সেসব সিনেমার পরিচালকেরা সবাই সিনেমা শেষ করতে চাইছেন। একসঙ্গে পাঁচটি সিনেমার নির্মাতারা শিডিউল চাইছেন। এদিকে করোনা পরিস্থিতি ভালো হওয়ায় অনেক স্টেজ প্রোগ্রামও শুরু হচ্ছে। শিডিউল নিয়ে একটি জটিলতার মধ্যে পড়ে গেছি।’

‘গাঙচিল’ সিনেমার দৃশ্যে পূর্ণিমা ও ফেরদৌস
ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘গাঙচিল’ সিনেমার শুটিংয়ে তিনি অংশ নিয়েছিলেন। সিনেমায় তাঁর গানের কিছু অংশ এখনো বাকি রয়েছে। ২৬ সেপ্টেম্বর শেষ করছেন হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ ছবির এই লটের কাজ। সিনেমাটির শেষ লটের শুটিং আবার আগামী মাস থেকে শুরু হবে। এ ছাড়া হাতে রয়েছে ‘জ্যাম’সহ বেশ কিছু সিনেমা। ফেরদৌস জানান, শুধু শুটিংই নয়, ‘বিউটি সার্কাস’সহ কিছু সিনেমার ডাবিংয়ে অংশ নেবেন তিনি।

ফেরদৌস বলেন, ‘করোনার মধ্যে শিশুতোষ সিনেমা “রাসেলের জন্য অপেক্ষা”য় দুই দিনের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। তাঁরাও সিনেমাটি শেষ করতে শিডিউল চাচ্ছেন। এদিকে আবার “মানিকের লাল কাঁকড়া” সিনেমার শুটিং বাকি আছে। সব সিনেমার শুটিং শেষ করতে করতেই এই বছরটা প্রায় শেষ হয়ে যাবে। এদিকে নতুন সিনেমার নিয়েও কথা হচ্ছে। আগামী অক্টোবর–নভেম্বরের পর নতুন সিনেমা শুরু করতে পারব। এই জন্য আপাতত নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছি না। যাঁদের সঙ্গেই কথা হচ্ছে, বলছি নভেম্বরের পর। এর আগে পেন্ডিং কাজগুলো শেষ করব।’