যুক্তরাষ্ট্রে বাহারি পোশাকে আলোচনায় বাঁধন

যুক্তরাষ্ট্রে ইন্ডিমেমি চলচ্চিত্র অংশ নিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। গত সপ্তাহে শুরু হয়েছে উৎসবটি। উৎসবে নজর কেড়েছে তাঁর সাজ। সিনেমাটির প্রদর্শনীতেও পোশাক নিয়ে আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। ছবিতে যেমন ছিল বাঁধন
১ / ১০
কান চলচ্চিত্র উৎসবের পর একাধিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন বাঁধন। এবার অংশ নিলেন ইন্ডি মেমি চলচ্চিত্র উৎসবে
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
২ / ১০
উৎসবে অংশ নিয়ে একাধিক ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করেন বাঁধন
ছবি: বাঁধনের ফেসবুক থেকে
৩ / ১০
সিনেমাটির প্রদর্শনীতে অংশ নিলেও নিজের পুরো সিনেমা দেখেননি
ছবি: বাঁধনের ফেসবুক থেকে
৪ / ১০
বাংলাদেশ থেকে রেহানা সিনেমাটি দিয়ে প্রতিনিধিত্ব করছেন, সেখানে সাংবাদিকদের প্রশ্নে দেশের সিনেমাকে পরিচিত করান
ছবি: বাঁধনের ফেসবুক থেকে
৫ / ১০
একাধিক লাইভে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সময়গুলো তাঁর খুবই আনন্দে কাটছে
ছবি: বাঁধনের ফেসবুক থেকে
৬ / ১০
সাজসজ্জা ছাড়াও লাইভে এসে প্রশংসা কুড়িয়েছেন বাঁধন
ছবি: বাঁধনের ফেসবুক থেকে
৭ / ১০
মেমি উৎসবের পর তিনি অংশ নেবেন নিউইয়র্কের আরেকটি উৎসবে। ঈদের আগেই দেশে ফেরার কথা রয়েছে
ছবি: বাঁধনের ফেসবুক থেকে
৮ / ১০
সেদিন সিনেমা দেখে নির্মাতা প্যান নলিন বাঁধনকে মাথায় হ্যাট পরিয়ে দেন। ভারতীয় বংশোদ্ভূত নলিন পরিচালনা করেছেন সামসারা ও ভ্যালি অব ফ্লাওয়ারসের মতো সিনেমা। নাসির উদ্দিন শাহ, শ্রীদেবী, শাহরুখ খানদের নিয়ে কাজ করেছেন
ছবি: বাঁধনের ফেসবুক থেকে
৯ / ১০
১৬ এপ্রিল প্রিমিয়ারে বাঙালিদের অংশগ্রহণ ছিল সবচেয়ে বেশি। সিনেমা প্রদর্শনীর ফাঁকে
১০ / ১০
ইন্ডি মেমি উৎসবে ক্রিটিকসরা তার রেহানা সিনেমার প্রশংসা করেছেন
ছবি: বাঁধনের ফেসবুক থেকে