শুটিংয়ে চ্যালেঞ্জের কথা জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘আমার অংশের শুটিং হয়েছে ময়মনসিংহের সংক্রামক ব্যাধি হাসপাতালে। আমার চারপাশে ৫০–৬০ জন নানা রোগে আক্রান্ত রোগী। তার ভেতরে যতটা সাবধানে পারা যায়, শুটিং করা। তাই ভয়ে ভয়ে ছিলাম। এটা ছাড়া আমাদের কাছে আর কোনো বিকল্পও ছিল না। কেননা এই হাসপাতাল দেখতে বেশ খানিকটা কলকাতার হাসপাতালের মতো। শেষমেশ কতটা কী রাখা হয়েছে, তা জানি না। আশা করছি ভালোই হয়েছে।’
দানিয়েল পেশায় লেখক, নেশায় বিপ্লবী। একাত্তরের মুক্তিযুদ্ধে ভাগ্য তাকে শরণার্থী হিসেবে নিয়ে যায় কলকাতায়। সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারার হতাশা, হাসপাতালে ক্যানসারের সঙ্গে লড়তে থাকা প্রেমিকা তায়েবার সঙ্গে নীবর প্রেম, তার আবদার মিটিয়ে মাছ রান্না করে নিয়ে যাওয়া, বিপ্লবী আর রাজনীতিবিদদের সঙ্গে আলাপ, চাকরির খোঁজ—এভাবেই কাটছিল সেই লেখকের যুদ্ধের ভেতর সংকটের দিনগুলো। ধারণা করা হয়, দানিয়েলের ভেতরে লেখক আহমদ ছফা নিজেকেই এঁকেছেন। অনেকে আবার বলেন, এটা তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস। ‘অলাতচক্র’ আসছে বড় পর্দায়। এখানে দানিয়েলের ভূমিকায় দেখা দেবেন আহমেদ রুবেল। আর রুপালি পর্দায় তায়েবা হবেন জয়া আহসান। আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মাহতাব হাসান, নুসরাত জাহানসহ আরও অনেকে।