default-image

‘এই তুমি সেই তুমি’ ছবির শুটিং শেষ হয়েছে গতকাল। ছবিটির পরিচালক অভিনেত্রী কবরী। ছবিতে অরনী চরিত্রে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া। সালওয়া জানান, আজ বৃহস্পতিবার ছবির গানসহ সব শুটিং শেষ হয়েছে। তিনি বলেন, ‘প্রায় এক বছর লেগে গেল শুটিং শেষ করতে। টানা শুটিং করে ছবির কাজ শেষ করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে তিন ধাপে শুটিং শেষ হয়েছে।’

এই দীর্ঘ সময় ধরে পরিচালক ও অভিনেত্রী কবরীর সঙ্গে কাজের দারুণ অভিজ্ঞতা হয়েছে সালওয়ার। তিনি বলেন, ‘তিনি লেজেন্ড নায়িকা। তাঁর সঙ্গে কাজ করতে পারা কম ভাগ্যের ব্যাপার না। শুটিংয়ে তিনি সহজভাবে সবকিছু বুঝিয়ে দিয়েছেন। দারুণ কাজ হয়েছে।’

বিজ্ঞাপন

‘এই তুমি সেই তুমি’ ছবির শুটিং শেষ হওয়ার মুখে নতুন আরেকটি ছবির সঙ্গে যুক্ত হওয়ার খবর দিলেন সালওয়া। ‘প্রিয়া রে’ নামের ছবিতে যুক্তি হয়েছেন তিনি। সালওয়া জানান, কথাবার্তা চূড়ান্ত হয়েছে। মার্চ মাসের মাঝামাঝিতে ছবির শুটিং শুরু হবে।
সালওয়া বলেন, ‘ছবির গল্প শুনেছি। ছবিতে আমার চরিত্রটিও পছন্দ হয়েছে। কাজের ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত। কিছুদিনের মধ্যেই চুক্তিবদ্ধ হব। ছবির পরিচালক অন্য কাজে একটু ব্যস্ত। তা না হলে আরও আগেই চুক্তি হয়ে যেত।’

প্রেমের গল্পের ছবি ‘প্রিয়া রে’। পরিচালনা করবেন পুজন মজুমদার। এটি তাঁর প্রথম কাজ। এর আগে ‘মেন্টাল, ‘বসগিরি, ‘বিক্ষোভ’, ‘ধ্যাত্‌তেরিকি, ‘রংবাজ’, ‘কমান্ডো’সহ প্রায় ডজনখানেক ছবিতে প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। সালওয়ার অভিনয়ের বিষয়টি পরিচালকও নিশ্চিত করেছেন। পুজন মজুমদার বলেন, ‘২০ ফেব্রয়ারি থেকে শুটিং শুরু করার কথা ছিল। এটি আমার প্রথম ছবি। এ জন্য হাতে আরেকটু সময় নিয়ে ছবির শুটিং শুরু করতে চাইছি।’

default-image

'প্রিয়া রে’ ছবির নায়িকা চূড়ান্ত হলেও এখনো নায়ক চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে সালওয়া বলেন, ‘নায়ক কে হবেন তা এখনো জানি না। পরিচালক চমক রাখতে চেয়েছেন। এ মাসের শেষের দিকে নায়কের নাম ঘোষণা করবেন বলে জানিয়েছেন পরিচালক।’
চলতি মাসের শেষ দিকে ‘বুবুজান’ নামের আরেকটি ছবির কাজ শুরু হবে বলে জানান সালওয়া। এটি পরিচালনা করবেন শামীম আহমেদ। ছবিতে তাঁর নায়ক শান্ত খান। সালওয়া অভিনীত প্রথম ছবি ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ মুক্তির অপেক্ষায়। মুস্তাফিজুর রহমান পরিচালিত ছবিটির শুটিং অনেক আগেই শেষ হয়েছে। সালওয়া বলেন, ‘ছবির সব কাজ শেষ। ছবিটি সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি চলছে। চলতি বছরের মাঝামাঝিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা আছে ছবিটির।’ ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবিতে সালওয়ার বিপরীতে দেখা যাবে আদরকে।

default-image
বিজ্ঞাপন
ঢালিউড থেকে আরও পড়ুন
মন্তব্য করুন