স্পেন থেকে কলকাতায় জয়ার পুরস্কার
গত বছরের একেবারে শেষের দিকে এই অর্জনের খবরটি দিয়েছিলেন জয়া আহসান। বাংলাদেশি এই অভিনয়শিল্পীর সেই অর্জনের খবরটি এসেছিল স্পেন থেকে। স্পেনের মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে সেদিন সেরা অভিনয়শিল্পী হিসেবে ঘোষিত হয় জয়ার নাম। তবে নাম ঘোষণা হলেও পুরস্কার তখন ওঠেনি তাঁর হাতে। করোনা পরিস্থিতিই ছিল মূল কারণ। অবশেষে সেই পুরস্কার এল জয়ার হাতে। জয়া তাঁর কলকাতার বাসায় গতকাল পুরস্কারটি হাতে পান।
কলকাতায় থাকা জয়া আহসানের সঙ্গে আজ শুক্রবার সন্ধ্যায় কথা হয় প্রথম আলোর। তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকালে পুরস্কারটি হাতে পেয়েছি। করোনার কারণে পুরস্কারটি আটকে ছিল। খুব ভালো লেগেছে। আমি পাওয়া মানেই তো বাংলাদেশের পাওয়া। কিন্তু আমার আরও ভালো লাগত যদি বাংলাদেশের কোনো সিনেমা দিয়ে এই পুরস্কারটা আমার হাতে আসত বা অন্য কারও হাতে আসত। এই পুরস্কার আমি পেয়েছি ‘রবিবার’ চলচ্চিত্রে অভিনয় করে, ভারতীয় চলচ্চিত্র দিয়ে।’
স্পেনের মাদ্রিদ চলচ্চিত্র উৎসবে জয়া আহসান পুরস্কার পেয়েছেন অতনু ঘোষের চলচ্চিত্রে অভিনয় করে। একই উৎসবে ছবিটির পরিচালক অতনু ঘোষ সেরা চিত্রনাট্যকারের পুরস্কারও জিতেছেন। জয়া বলেন, ‘এই কৃতিত্ব আমার একার নয়, ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবার। ভালো লাগছে এই ভেবে যে ছবিতে আমার চরিত্রটি আমার অভিনীত সব ছবির মধ্যে সবচেয়ে কঠিন। মুক্তির পরে ছবিটি দর্শক ভালোবেসেছেন। এরপর আন্তর্জাতিক অঙ্গনের চলচ্চিত্র সমালোচকদেরও ভালো লেগেছে। এটাও নিঃসন্দেহে অনেক বেশি আনন্দের। উৎসবের এই বিভাগে বিশ্বের এতজন মনোনয়ন পেয়েছেন যে সেখান থেকে আমার ওপর আলো এসে পড়বে, ভাবতেও পারিনি!’
জানা গেছে, বিদেশি ভাষার চলচ্চিত্রে সেরা অভিনেত্রী বিভাগে জয়া আহসানের সঙ্গে ১৮ জন অভিনয়শিল্পীর মনোনয়ন পেয়েছিলেন। সবাইকে পেছনে ফেলে জুরিবোর্ডের বিচারকদের নজর পড়ে জয়া আহসানের অভিনয়ে। তারই প্রতিদান পান তিনি।
‘রবিবার’ ছবিতে জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটি এর আগে ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন ২০২০’-এ সেরা মিউজিক পুরস্কার জেতে। ফিল্ম ক্রিটিকস গিল্ড অব ইন্ডিয়ার ‘ক্রিটিকস চয়েজ ফিল্ম অ্যাওয়ার্ডস ২০২০’-এ সেরা পরিচালক ও গল্পকারের পুরস্কার জিতে নেয় বলে জানান জয়া।