default-image

সাইকো ছবিতে চিত্রনায়িকা পূজা চেরীর অভিনয়ের বিষয়টি আগেই পাকাপোক্ত হয়েছিল। সে খবর গণমাধ্যমে প্রকাশিতও হয়েছে। তবে লিখিত চুক্তি ছিল না। গত শনিবার রাতে পূজার পাশাপাশি চিত্রনায়ক রোশানও ছবিটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

ছবির পরিচালক অনন্য মামুন দুজনের চুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ছবির গল্পে দুজনকে ভালো মানাবে।
এদিকে এ ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে অভিনয় করবেন রোশান। তিনি বলেন, ‘ছবিতে আমার দুটি চরিত্রের একটি পুলিশ অফিসার, আরেকটি সাইকো ধাঁচের। এই প্রথম একসঙ্গে দুই ধরনের চরিত্রে অভিনয় করব। কাজটি যদিও আমার জন্য চ্যালেঞ্জিং, তবে তা মোকাবিলা করতে চাই।’

সম্প্রতি শুটিং শেষ হওয়া জ্বীন ছবিতে সরাসরি পূজার নায়ক না হলেও সহশিল্পী ছিলেন রোশান। এবারই প্রথম জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তাঁরা। পূজা বলেন, ‘অনেক দিন থেকেই দুজনের একসঙ্গে কাজের কথা হচ্ছিল। কিন্তু ব্যাটে–বলে না মেলায় এত দিন কাজ হয়নি। রোশান ভালো অভিনেতা। নতুন বছরে নতুন জুটির একটা চমক থাকবে দুজনের।’
সাইকো ছবিটির শুটিং হবে বাংলাদেশ, নেপাল ও থাইল্যান্ডে। আগামী বছরের জানুয়ারিতে শুটিং শুরুর সম্ভাবনার কথা জানালেন পরিচালক। তিনি বলেন, ‘আগামী জানুয়ারির মাঝামাঝিতে শুটিং শুরুর প্রস্তুতি নিচ্ছি। দেখা যাক কী হয়।’

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0