কাল রাতে চুল কেটেছি, আজকে গেটআপ চেঞ্জ: জায়েদ খান
‘ভাইরাল ম্যান’ হিসেবে পরিচিতি আছে জায়েদ খানের। এ সময় শিল্পী সমিতি নিয়ে শিরোনামে আসতেন। পরে কখনো ডিগবাজি দিয়ে, কখনো নিজের ঘড়ি বা পোশাকের ব্র্যান্ডের নাম বুক ফুলিয়ে বলতে পছন্দ করেন ঢালিউডের এই অভিনেতা। শুধু তা–ই নয়, সুন্দরী মেয়েরা যে সব সময় তাঁকে প্রেম নিবেদন করেন, সেটিও জানান অবলীলায়। রোববার মডেল ও উপস্থাপিকা ইসরাত পায়েলের ডাকে সাড়া দিয়ে একটি সেলুন উদ্বোধন করতে হেলিকপ্টারে চড়ে টাঙ্গাইলে গিয়েছিলেন জায়েদ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্টও করেছেন অভিনেতা। ছবিতে দেখা গেছে, লাল রঙের হেলিকপ্টারের সঙ্গে মিলিয়ে একই রঙের টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন জায়েদ।
টাঙ্গাইলে সেলুন উদ্বোধনের সময় জায়েদের সঙ্গে ছিলেন অভিনেতা ডি এ তায়েব ও ইসরাত পায়েল।
এ সময় জায়েদকে দেখতে ভিড় জমে যায় উৎসুক জনতার। যা দেখে যারপরনাই খুশি জায়েদ। গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় দেখান নিজের নতুন চুলের স্টাইল। বলেন, ‘সাবজেক্টের সাথে সাবজেক্টের মিল হতে হবে। সাবজেক্টের সাথে অবজেক্ট হলে হবে না, যার কারণে এই কাট। ছেলেদের সব সুন্দর শুরু হয় কিন্তু চুলে। একটা ছেলেকে পরিবর্তন করে দেয় চুল। কাল রাতে চুল কেটেছি, আজকে গেটআপ চেঞ্জ।’
এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’। বর্তমানে সিনেমার প্রচারে ব্যস্ত চিত্রনায়ক। ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী চিত্রনায়িকা মৌসুমীও।
সিনেমা প্রসঙ্গে জায়েদ বলেছেন, ‘এ ছবিতে নায়ক জায়েদ খান থেকে অভিনেতা জায়েদ খান হয়ে ওঠার চেষ্টা করছি। পঁচাত্তর–পরবর্তী সময়ের গল্প নিয়ে তৈরি “সোনার চর”। হলে ছবিটি ভালো লাগবে দর্শকদের।’
জাহিদ হাসানের পরিচালনায় এতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, শবনম পারভীন, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।