পোস্টার, টিজার, ট্রেলারে সরগরম

তুফান–এ শাকিব খানছবি: চরকি

খুনে মেজাজে দেখা দিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। রাইফেল পাশে নিয়ে সোফায় বসে আছেন তিনি। গতকাল বিকেলে প্রকাশিত ‘তুফান’ সিনেমার ফার্স্ট লুকে লম্বা চুল, খোলা বুক আর রোদচশমায় নজর কাড়লেন এই চিত্রনায়ক।
নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি প্রযোজনা করছে এসভিএফ, আলফা আই ও চরকি। এতে শাকিবের সঙ্গে রয়েছেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। ছবিটি পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাবে।

ঈদে মুক্তি পাবে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’। ফেসবুক থেকে

এই ঈদে শাকিব খানের আরেক সিনেমা ‘রাজকুমার’ মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। আরশাদ আদনানের প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা হিমেল আশরাফ। গত শনিবার এই সিনেমারও পোস্টার প্রকাশিত হয়েছে। খোঁচা খোঁচা গোঁফ-দাড়িতে ভিন্ন লুকে পাওয়া গেছে শাকিবকে।
ঈদুল ফিতরের আর দুই সপ্তাহের মতো বাকি। প্রতিবছর ঈদকে ঘিরেই সিনেমা ও ওয়েব সিরিজে মুক্তির হিড়িক পড়ে।

‘তুফান’ সিনেমার কেন্দ্রী চরিত্রে আছেন শাকিব খান
ছবি: চরকির সৌজন্যে

এবারও ব্যতিক্রম থাকছে না, একের পর এক সিনেমা ও ওয়েব সিরিজ মুক্তির ঘোষণা এসেছে। পোস্টার, টিজার মুক্তিতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে ঢাকার প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। গতকাল বুধবার ‘তুফান’সহ তিনটির মতো সিনেমা ও ওয়েব সিরিজের পোস্টার ও টিজার প্রকাশ্যে এসেছে।

এই ঈদে একটি সিনেমা ও একটি ওয়েব সিরিজ নিয়ে আসছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। এর মধ্যে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের ‘মনোগামী’-তে চঞ্চলের সঙ্গে সংগীতশিল্পী জেফারও রয়েছেন। ওয়েব সিনেমাটির একাধিক টিজার প্রকাশ্যে এসেছে; গতকাল প্রকাশিত টিজারে দেখা গেছে, লিফটে মুখোমুখি চঞ্চল ও জেফার, কারও মুখে রা নেই।

‘রুমি’ সিরিজের পোস্টার
ছবি: হইচই

চঞ্চলকে নিয়ে হইচইয়ের ওয়েব সিরিজ ‘রুমি’ নির্মাণ করেছেন নির্মাতা ভিকি জাহেদ। সিরিজে সিআইডি কর্মকর্তা রুমি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল। গতকাল ‘রুমি’র পোস্টার প্রকাশ করেছে হইচই; এতে কালো রোদচশমায় গোয়েন্দা চরিত্রে আগ্রহ চড়িয়েছেন চঞ্চল।
এই ঈদের মুক্তির তালিকায় থাকা তিনটি সিনেমায় রয়েছেন অভিনেতা শরীফুল রাজ। এর মধ্যে রয়েছে ‘দেয়ালের দেশ’, ‘কাজলরেখা’ ও ‘ওমর’। গত মঙ্গলবার ‘কাজলরেখা’র ট্রেলার, সোমবার ‘ওমর’ সিনেমার একঝলক ও শনিবার ‘দেয়ালের দেশ’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে।

‘ওমর’ সিনেমার পোস্টার
ছবি: ফেসবুক থেকে

মৈমনসিংহ-গীতিকা পালা অবলম্বনে ‘কাজলরেখা’ নির্মাণ করেছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। শরীফুল রাজ ছাড়াও এতে মন্দিরা চক্রবর্তী, মিথিলা, সাদিয়া আয়মানসহ আরও অনেকে অভিনয় করেছেন।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ সিনেমাটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন। সিনেমায় আরও আছেন নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ফজলুর রহমান বাবু।

‘দেয়ালের দেশ’ সিনেমায় রাজের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। ছবিটির ট্রেলার প্রশংসা কুড়িয়েছে। সরকারি অনুদানে ছবিটি নির্মাণ করেছেন মিশুক মনি।

আরও পড়ুন