‘এর চেয়ে বেশি আর কীই–বা চাইতে পারি আমরা’, কেন বললেন সিয়াম আহমেদ
গত ঈদুল ফিতরে সিনেমা হলে মুক্তি পায় সিয়াম অভিনীত সিনেমা ‘জংলি’। সেই সিনেমাটি ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে। সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহ ও ভালোবাসায় নতুন করে অভিভূত হয়েছেন সিনেমার নায়ক সিয়াম আহমেদ। প্রায় তিন মাস আগে মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে সিয়াম লিখেছেন, ‘“জংলি” মুক্তির পেরিয়ে গেছে তিন মাস, অথচ ভালোবাসার স্রোত যেন থামছেই না।’
‘জংলি’ সিনেমা দিয়ে এক বছর পর সিনেমা হলে আসেন সিয়াম। সিনেমাটি নিয়ে তিনি আশাবাদী ছিলেন। কিন্তু শুরুতেই ধাক্কা খায় হল সংখ্যায়। মুক্তির প্রথম দিন থেকে স্টার সিনেপ্লেক্সে এই ছবির সাতটি করে প্রদর্শনী ছিল। পরে শোনা যায় দর্শকের আগ্রহ থাকা সত্ত্বেও ছবিটির প্রদর্শনী কমিয়ে দেওয়া হয়েছিল। এসব নিয়ে সেই সময় তেমন কোনো কথা বলেননি সিয়াম। সেই সময় সিয়াম জানিয়েছিলেন, ‘দর্শক পছন্দ করলে এমনিতেই সিনেমাটি এগিয়ে যাবে। যার চাহিদা আছে, সেটা এগোবেই।’
ভক্তদের প্রতি এই আস্থায় দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ পরিমাণ শো বাড়ায় ‘জংলি’র। পরবর্তী সময়ও দেশের নানা প্রান্তের দর্শক সিনেমাটি দেখতে আগ্রহ দেখান। শো সংখ্যা আরও বাড়ে। কেউ কেউ বলেন সিনেমাটি সিয়ামের ক্যারিয়ারের সেরা সিনেমা।
দর্শকদের এই প্রতিক্রিয়ায় সিয়াম সেই সময় প্রথম আলোকে বলেন, ‘আমি এই সিনেমার চিত্রনাট্য পড়েই ভাবনায় ডুবে যাই। এটা রোমান্টিক গল্প না, অ্যাকশন গল্পও না। শুরু থেকেই আমার কাছে মনে হয়েছে, বাবা-মেয়ের সম্পর্কের গল্প এটি। একটি ছেলের জংলি হয়ে ওঠার গল্প। যেটা পরে আমাকে চরিত্রের মধ্যে নিয়ে যায়। চরিত্রটি তাঁদের ভালো লাগায় আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেটা দর্শক পছন্দ করেছেন, এটাই আমার সেরা প্রাপ্তি।’ঈদের পর দেশের বাইরেও সিনেমাটি মুক্তি পায়। প্রবাসী দর্শকেরাও সিনেমাটি পছন্দ করেন। সিনেমাটি ঈদে চরকিতে মুক্তি পেলে নতুন করে আলোচনা তৈরি করে।
পারিবারিক ঘরানার এই সিনেমা নিয়ে যখন ভক্তরা কথা বলছেন, সেই সময় ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলেন সিয়াম। তিনি লিখেছেন, ‘চরকিতে আসার পর “জংলি” আরও অগণিত মানুষের ভালোবাসা পাচ্ছে। দর্শক পরিবার নিয়ে বাসায় বসে জংলি উপভোগ করছেন, আমাদের বলা গল্পে হাসছেন, কাঁদছেন, ভালোবাসা জানাচ্ছেন। এর চেয়ে বেশি আর কীই–বা চাইতে পারি আমরা! ধন্যবাদ প্রিয় দর্শক, এভাবে আমাদের সিনেমাকে ভালোবাসা দেওয়ার জন্য, এভাবে আমাদের আগলে নেওয়ার জন্য।’
সিয়াম, বুবলী ও দীঘি ছাড়া ‘জংলি’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে—মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।