ঢাকা থেকে কান, ৩০ ঘণ্টায় ৪ সুখবর

আদনান আল রাজীব ও মেহজাবীন চৌধুরী। কোলাজ

সময়টা যেন স্বপ্নের মতো কাটছে তারকা দম্পতি মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের। এ দুজন ক্যারিয়ারের সেরা সময় কাটাচ্ছেন বললেও কি ভুল হয়! মাত্র ৪০ ঘণ্টার ব্যবধানে চারটি সুখবর পেলেন মেহজাবীন ও আদনান।
সুখবরের শুরুটা গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে। এদিন রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বসেছিল মেরিল–প্রথম আলো পুরস্কারের ২৬তম আসর।

অনুষ্ঠানের শুরুর দিকেই সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে ‘প্রিয় মালতী’। ছবির প্রধান অভিনেত্রী মেহজাবীন, প্রযোজক আদনান।

স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্বর্ণপাম জেতা নির্মাতা তৌফিক বারহোমের সঙ্গে আদনান আল রাজীব। ছবি: এএফপি

মেহজাবীন যখন স্বামীর হয়ে পুরস্কার নিতে মঞ্চে উঠছেন, আদনান তখন সুদূর ফ্রান্সের কানে। সেদিন সন্ধ্যায় উৎসবে প্রদর্শিত হয় তাঁর স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। পুরস্কার গ্রহণ করে স্বামীকে মিস করছেন বলে জানান মেহজাবীন।

পরে ‘প্রিয় মালতী’র জন্য আরও দুবার মঞ্চে যান অভিনেত্রী। কারণ, সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগেই ‘প্রিয় মালতী’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

‘প্রিয় মালতী’ সিনেমার জন্য শহীদুজ্জামান সেলিম ও আজমেরী হক বাঁধনের কাছ থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার নিচ্ছেন মেহজাবীন চৌধুরী। ছবি: তানভীর আহাম্মেদ

নিজের মুক্তি পাওয়া প্রথম সিনেমাতেই জোড় পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত মেহজাবীন প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আপনাদের ভালোবাসার কারণে এতগুলো বছর ধরে আমি এই পুরস্কার পেয়ে যাচ্ছি। “প্রিয় মালতী”র জন্য পেয়ে আরও ভালো লাগছে; কারণ, “প্রিয় মালতী”র মতো গল্প আরও হওয়া উচিত।’

জোড়া পুরস্কার জয়ে সন্ধ্যায় স্বামীকে মিস করছেন জানিয়ে মেহজাবীন বলেন, ‘আমার মনে হয় বিয়ের পর আমার ভাগ্য খুলে গেছে।’

আরও পড়ুন

এই পুরস্কারের রেশ কাটতে না কাটতেই গতকাল শনিবার রাত ১১টার দিকে কান থেকেও আসে সুসংবাদ। আদনান আল রাজীবের সিনেমা ‘আলী’ কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে স্পেশাল মেনশন পেয়েছে। এই প্রথম কানের স্বল্পদৈর্ঘ্য বিভাগে জায়গা করে নেয় বাংলাদেশের কোনো সিনেমা।
ঢাকা থেকে কান, ৩০ ঘণ্টায় চারটি সুখবর; ভাবা যায়!